টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিজের ছবি দেখে নাখোশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ছবিটিকে তিনি ‘সর্বকালের সবচেয়ে খারাপ’ ছবি বলে মন্তব্য করেছেন।

টাইম ম্যাগাজিনের ১০ নভেম্বর সংখ্যায় গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করা হয়েছে। প্রচ্ছদে শিরোনামের সাথে প্রেসিডেন্টের একটি ছবি ছিল যা নীচে থেকে এবং মাথার পিছনে সূর্যের আলোয় তোলা হয়েছিল। এই ছবিটি দেখে তিনি নাখোশ হয়েছেন।

ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন , “টাইম ম্যাগাজিন আমার সম্পর্কে তুলনামূলকভাবে ভালো গল্প লিখেছিল, কিন্তু ছবিটি সর্বকালের সবচেয়ে খারাপ হতে পারে।”

তিনি বলেছেন, “তারা আমার চুল অদৃশ্য করেছে এবং তারপরে আমার মাথার উপরে এমন কিছু ভাসছিল যা দেখতে ভাসমান মুকুটের মতো ছিল, কিন্তু অত্যন্ত ছোট ছিল। সত্যিই অদ্ভুত! আমি কখনই নীচের কোণ থেকে ছবি তুলতে পছন্দ করিনি, তবে এটি একটি অত্যন্ত খারাপ ছবি, এবং এটি প্রকাশ করার অযোগ্য। তারা কী করছে এবং কেন?”

ট্রাম্পের পক্ষে এই ছবির সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য পরিচালক মারিয়া জাখারোভা।

টেলিগ্রামে তিনি লিখেছেন, “এটা আশ্চর্যজনক: এই ছবি নির্বাচন করেছে তাদের মানসিকতা সম্পর্কে অনেক বেশি প্রকাশ করে, এর মধ্যে থাকা ব্যক্তির চেয়ে। কেবল অসুস্থ মানুষ, বিদ্বেষ এবং ঘৃণায় আচ্ছন্ন মানুষ - এমনকি বিকৃত ব্যক্তিরাও - এই ধরনের ছবি বেছে নিতে পারেন। একই প্রকাশনা প্রচ্ছদে বাইডেনের প্রশংসাসূচক ছবি ব্যবহার করেছে, তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও, গল্পটি কেবল সময়ের জন্য আত্ম-অপরাধী।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রক শ

এছাড়াও পড়ুন:

ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ

কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।

বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।

মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ