কিয়ারার মঙ্গলসূত্রের দাম কয়েক কোটি টাকা!
Published: 16th, October 2025 GMT
মঙ্গলসূত্র হিন্দু ধর্মাবলম্বী কনের জন্য শুধু একটি প্রথাগত অলংকারই নয়, এটি ভালোবাসা ও অঙ্গীকারের পবিত্র একটি প্রতীক। তবে তারকা কনের ক্ষেত্রে এই মঙ্গলসূত্র হয়ে উঠেছে অনন্য ফ্যাশন স্টেটমেন্ট। বলিউডের তারকারা ঐতিহ্যবাহী এই অলংকারকে আরো এক ধাপ আধুনিক ছোঁয়ায় নিয়ে গিয়েছেন—দিয়েছেন আভিজাত্যের নতুন সংজ্ঞা।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জানা যায়, এ অভিনেত্রীর মঙ্গলসূত্রটির দাম কয়েক কোটি টাকা।
আরো পড়ুন:
নেচে প্রেমের গুঞ্জন উসকে দিলেন শাহরুখকন্যা
জুবিন গার্গের মৃত্যু: কারাগারের বাইরে সহিংস বিক্ষোভ
বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়ারা আদভানি বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অন্যতম অভিনেত্রী। বলিউড অভিনেত্রীদের কাছে সবচেয়ে বেশি দামের যে কটি মঙ্গলসূত্র রয়েছে, তার একটির মালিক কিয়ারা আদভানি।
তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রার উপহার দেওয়া এই মঙ্গলসূত্রে রয়েছে সোনার চিকন চেন, যাতে বসানো হয়েছে কালো রঙের পুঁতি; মাঝখানে একটি বড় হীরার পেনডেন্ট, যা পুরো লুককে রাজকীয় আভা দিয়েছে। জানা যায়, কিয়ারার এই মঙ্গলসূত্রের দাম ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা)।
‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ এক বিবৃতিতে বাবা-মা হওয়ার ঘোষণা দেন তারা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে