হাসপাতালের সিসিইউতে তমা মির্জার মা, চাইলেন দোয়া
Published: 16th, October 2025 GMT
জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জার মা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তমা মির্জা তার সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের অসুস্থতার খবর জানান। হাসপাতালের একটি ছবি পোস্ট করে তমা মির্জা লেখেন, “আম্মু হাসপাতালে ভর্তি। অনুগ্রহ করে সবাই দোয়া করবেন।”
আরো পড়ুন:
২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, শাওনের সমবেদনা
ব্যক্তিগত জীবন একান্তই আমার, বাগদানের গুঞ্জনে হুমা কুরেশি
অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মন্তব্যের ঘরে দোয়া ও শুভকামনায় ভরিয়ে দেন। অনেকে মায়ের অসুস্থতার কারণ জানতে চাইলেও তমা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও তমা মির্জা সাম্প্রতিক ওয়েব ও বড়পর্দা—দুই মাধ্যমেই কাজ করছেন। সর্বশেষ তাকে দেখা যায়, শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার ও রাশেদ মামুন অপু।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায় ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকদের মধ্যে ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।
সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য অন্য কোনো প্রার্থী না থাকায় সিএসইর নির্বাচন কমিটি গত ২৭ নভেম্বর লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে ঘোষণা করেন।
ঢাকা/এনটি/রাসেল