রাজধানীতে মেট্রোরেল এখন থেকে প্রতিদিন ১ ঘণ্টা বেশি সময় ধরে চলাচল করবে। 

রবিবার (১৯ অক্টোবর) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হয়েছে। সকালে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, আর রাতে শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিটে।

আগে প্রথম ট্রেন ছাড়তো সকাল ৭টা ১০ মিনিটে, আর শেষ ট্রেন ছিল রাত ৯টা ৪০ মিনিটে। ফলে এখন সকাল ও রাত- দুই সময়েই আধা ঘণ্টা করে বাড়ানো হলো যাত্রাসূচি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীসুবিধা বিবেচনায় সময় বাড়ানোর সিদ্ধান্ত গত সেপ্টেম্বরেই নেওয়া হয়। আজ থেকে সেটি বাস্তবায়ন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে দিনের প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এ সময় অনেক নিয়মিত যাত্রীকে দেখা গেছে নতুন সময়সূচিতে আনন্দিত হতে। অনেকের মন্তব্য ‘ভোরে বের হওয়া অফিসযাত্রীদের জন্য এটি বড় স্বস্তি।’

নতুন সূচিতে শুক্রবারও পরিবর্তন এসেছে। আগে বিকেল ৩টায় ট্রেন চলাচল শুরু হলেও এখন থেকে সেটি শুরু হবে বিকেল আড়াইটায় (২টা ৩০ মিনিট)।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন প্রায় চার লাখের বেশি যাত্রী চলাচল করেন। তবে যাত্রীরা শুধু সময় নয়, ট্রিপের সংখ্যাও বাড়ানোর দাবি তুলেছেন। এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি নাগাদ ট্রিপ সংখ্যা বাড়ানো সম্ভব হতে পারে। এ নিয়ে পরীক্ষামূলক উদ্যোগ চলছে।

বাংলাদেশ সচিবালয়ে কাউন্টারে ডিএমটিসিএল কর্মকর্তারা শফিকুর রহমান বলেন, “ধীরে ধীরে যাত্রীচাহিদা অনুযায়ী মেট্রোরেলের সময় ও ট্রিপ উভয়ই বাড়ানো হবে। লক্ষ্য হলো অফিসগামী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরো সহজ করা।”

ঢাকা/এএএম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বর্ধিত মাশুল স্থগিতে আন্দোলনে ব্যবসায়ীরা, এক সপ্তাহের সময়সীমা

ছবি: সৌরভ দাশ

সম্পর্কিত নিবন্ধ