রাজধানীতে মেট্রোরেল এখন থেকে প্রতিদিন ১ ঘণ্টা বেশি সময় ধরে চলাচল করবে। 

রবিবার (১৯ অক্টোবর) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হয়েছে। সকালে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, আর রাতে শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিটে।

আগে প্রথম ট্রেন ছাড়তো সকাল ৭টা ১০ মিনিটে, আর শেষ ট্রেন ছিল রাত ৯টা ৪০ মিনিটে। ফলে এখন সকাল ও রাত- দুই সময়েই আধা ঘণ্টা করে বাড়ানো হলো যাত্রাসূচি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীসুবিধা বিবেচনায় সময় বাড়ানোর সিদ্ধান্ত গত সেপ্টেম্বরেই নেওয়া হয়। আজ থেকে সেটি বাস্তবায়ন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে দিনের প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এ সময় অনেক নিয়মিত যাত্রীকে দেখা গেছে নতুন সময়সূচিতে আনন্দিত হতে। অনেকের মন্তব্য ‘ভোরে বের হওয়া অফিসযাত্রীদের জন্য এটি বড় স্বস্তি।’

নতুন সূচিতে শুক্রবারও পরিবর্তন এসেছে। আগে বিকেল ৩টায় ট্রেন চলাচল শুরু হলেও এখন থেকে সেটি শুরু হবে বিকেল আড়াইটায় (২টা ৩০ মিনিট)।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন প্রায় চার লাখের বেশি যাত্রী চলাচল করেন। তবে যাত্রীরা শুধু সময় নয়, ট্রিপের সংখ্যাও বাড়ানোর দাবি তুলেছেন। এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি নাগাদ ট্রিপ সংখ্যা বাড়ানো সম্ভব হতে পারে। এ নিয়ে পরীক্ষামূলক উদ্যোগ চলছে।

বাংলাদেশ সচিবালয়ে কাউন্টারে ডিএমটিসিএল কর্মকর্তারা শফিকুর রহমান বলেন, “ধীরে ধীরে যাত্রীচাহিদা অনুযায়ী মেট্রোরেলের সময় ও ট্রিপ উভয়ই বাড়ানো হবে। লক্ষ্য হলো অফিসগামী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরো সহজ করা।”

ঢাকা/এএএম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জনতা ব্যাংকের অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

জনতা ব্যাংক পিএলসির ২০২২ সালভিত্তিক ‘অফিসার-রুরাল ক্রেডিট’ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০, ২১, ২২ ও ২৪ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: অফিসার-রুরাল ক্রেডিট (১০ম গ্রেড)

পদসংখ্যা: ১১৪

পরীক্ষার সময়সূচি

২০ ডিসেম্বর ২০২৫

২১ ডিসেম্বর ২০২৫

২২ ডিসেম্বর ২০২৫

২৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিন সকাল ৮টায় শুরু হবে।

আরও পড়ুনএআই যেভাবে ২০২৬ সালে ৮৯% চাকরিতে প্রভাব ফেলবে১০ ঘণ্টা আগেপরীক্ষার স্থান

বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যলয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকা।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

১. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।

২. অনলাইন আবেদনে উল্লিখিত অধ্যাদির সমর্থনে প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শন করতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

২৯ জুন ২০২৫ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৪৫ প্রার্থী।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪৪ ঘণ্টা আগেআরও পড়ুনসামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ৪৫০৬ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় নির্বাচনের তফসিল: বিটিভি-বেতারে সিইসির ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর
  • জনতা ব্যাংকের অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • চলতি সপ্তাহে যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ