বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুটি বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর।

পদের নাম: শিক্ষক
বিভাগ: ১. রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং (আরএমই)

আরও পড়ুনযে ১০ দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে কঠিন২৫ নভেম্বর ২০২৫

২. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.

০০–এর মধ্যে ৪.০০ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০–এর মধ্যে অন্তত ৩.০০ থাকতে হবে।
বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম

আবেদনের লিংক বিস্তারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও আবেদনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে স্কিল.জবস–এর ওয়েবসাইটে।

আবেদন ফি

৫০০ টাকা (চার্জসহ)

আবেদনের শেষ তারিখ

৩০ নভেম্বর ২০২৫

আরও পড়ুনজনস্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়োগ, পদসংখ্যা ১৫২৫ নভেম্বর ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অবৈধভাবে মজুত করা টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, আটক ১

অবৈধভাবে মজুত করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ৩০ কেজি ওজনের ২৪৮ বস্তা চাল শেরপুর সদর থেকে জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় গোপান তথ্যের ভিত্তিতে সদরের শেখহাটি বাজার থেকে এই চাল জব্দ হয়। এসময় আটক করা হয় টিসিবির ডিলার নজরুল ইসলামকে (৩৫)। 

আরো পড়ুন:

পাবনায় রাস্তায় পড়ে থাকা ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ায় গলা কাটা ২ শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধার

আটক নজরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের একাব্বর হাজির ছেলে।

পুলিশ জানায়, ডিলার নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য কৌশলে গ্রাহকদের না দিয়ে স্থানীয় বাজারসহ আশপাশের বাজারে বিক্রি করছিলেন। মঙ্গলবার গ্রাহকদের এসব চাল স্থানীয় জান্নাত এন্টারপ্রাইজ নামে একটি দোকানে অবৈধভাবে মজুত করছিলেন তিনি। এনএসআইর দেওয়া তথ্যের ভিত্তিতে  অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশ। এসময় ৩০ কেজি ওজনের ২৪৮টি বস্তায় থাকা ৭ হাজার ৪৪০ কেজি চাল জব্দ করা হয়। আটক করা হয়  নজরুল ইসলামকে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম বলেন, ‍“চাল জব্দ করা হয়েছে। একজনকে আটক করা হয়েছেন। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ