‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ’— এমনই এক তীব্র ও রূপকধর্মী বাক্যে মনের কথা প্রকাশ করলেন অভিনেত্রী পূর্ণিমা।

নব্বই দশকের দর্শকপ্রিয় এই নায়িকা এখন চলচ্চিত্রে নিয়মিত না হলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। আজ রবিবার দুপুরে ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্টে তিনি লেখেন, “যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

যদিও কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন তা স্পষ্ট করেননি পূর্ণিমা। তবে তার লেখার শব্দচয়ন ও তীক্ষ্ণ অভিব্যক্তি ইঙ্গিত দেয় গভীর আঘাতের, হয়তো সম্পর্কের, হয়তো বিশ্বাসের।

একই পোস্টে তিনি আরও লিখেছেন, “যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।”

শেষে পূর্ণিমা লিখেছেন এক আত্মিক সত্য: “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

নায়িকার এমন খোলামেলা ও দার্শনিক ভাবনার পোস্টে ইতোমধ্যেই অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সহমত জানিয়ে লিখেছেন— “পূর্ণিমা আপু একদম সত্য বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।” আবার কেউ মন্তব্য করেছেন— “এ যেন আমাদের সবার জীবনের গল্প।”

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত হলেও, পূর্ণিমা এখনো দর্শকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু। মাঝে মাঝে এমন খোলা মনের লেখার মধ্য দিয়েই যেন তিনি জানান দেন— চুপ থাকলেও তিনি ভেতরে এখনো একই রকম প্রাণবন্ত, সংবেদনশীল, আর সত্যবাদী।

ঢাকা/রাহাত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আন্দোলনরত শিক্ষকদের ভুখা মিছিল

বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবন (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর- মাউশি) অভিমুখে পদযাত্রা করেন। রবিবার (১৯ অক্টোবর)  বিকেলে হাইকোর্ট সংলগ্ন মাজার এলাকায় পুলিশ পদযাত্রা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। 

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে আমরণ অনশন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।

আরো পড়ুন:

৫৬ শতাংশ শিক্ষকের বাড়িভাড়া ১২ শতাংশের বেশি বাড়বে 

জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে শতাধিক শিক্ষক–কর্মচারী অংশ নিয়েছেন।

আজ রবিবার (১৯ অক্টোবর) অষ্টম দিন কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা আন্দোলন করছেন। গত ১২ অক্টোবর থেকে তিন দফা দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন। তবে পুলিশ বাধা দিলে শিক্ষক–কর্মচারীরা সেদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন।

রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আন্দোলনরত শিক্ষকরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এরই অংশ হিসেবে তারা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিলে’ কর্মসূচিতে অংশ নেয়। 
 

ঢাকা/এম/আর/বকুল 

সম্পর্কিত নিবন্ধ