বাংলাদেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার স্থানীয় সরকার বিভাগের  মাধ্যমে ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ সরকার এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, বাস্তবায়নে সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যকশন (ইপসা)। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ফতুল্লা ইউনিয়ন আমতলা (বাংলাদেশ খাদ সংলগ্ন) দলিত পল্লীতে ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা মেম্বার ফেরদৌসী আরা ও ইউপি সদস্য কাজী মাইনুউদ্দীন এর উদ্যোগে দলিত শ্রেণির লোকজনের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

উঠান বৈঠকে  গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে আলোচনা করেন গ্রাম আদালতের সদর উপজেলা সমন্বয়কারি ফরিদা ইয়াসমিন।   পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতের গুরুত্ব সম্পর্কেও  গ্রাম আদালতের লিফলেট বিতরণ করা হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট কৃষক 

যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার চেংগুটিয়ায় আলিপুর ব্রিজের কাছে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালাম অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, স্থানীয় আনোয়ার মেম্বারের ভাই কৃষক আবুল কালাম সকালে বাইসাইকেলে করে নওয়াপাড়া বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। আলিপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক তার বাইসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/প্রিয়ব্রত/রফিক

সম্পর্কিত নিবন্ধ