ব্রাক সদর উপজেলার আয়োজনে ব্রাক স্বাস্থ্য কর্মসূচি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’র জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জন  কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

উম্মে ফারহানা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। 

সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ইসরাত জাহান শীলা,  ব্রাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, ব্রাক স্বাস্থ্য কর্মসূচি জেলা ব্যবস্থাপক মো শামীম আল মামুন খান ও জেলা প্রোগ্রাম অফিসার (যক্ষ্মা-কুষ্ঠ) মো. শহীদুল্লাহ্ প্রমূখ। 

ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোজেক্ট অফিসার মাহমুদুল হাসান’র সঞ্চালনায় সভায় সরকারি স্বাস্থ্য সহকারি, এনজিও প্রতিনিধি ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক ও কমিউনিটি সদস্যগণ অংশগ্রহণ করেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

না’গঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর বর্ণাঢ্য মোটর সাইকেল শোডাউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিন শেষে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া, ২ নং রেলগেট, ডিআইটি ও মন্ডলপাড়া হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। 

মুফতি ইসমাঈল সিরাজী বলেন, স্বাধীনতার পর থেকে শুধু নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু নীতির পরিবর্তন দেখিনি, শাসন ব্যবস্থা ও মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। তাই আমরা এবার দেশ জাতি ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ-৪ আসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের রাস্তাঘাটের যে দুরাবস্থা তা নিরসন, জলবদ্ধতা ও গ্যাস সংকট সমাধান করবো।

সম্পর্কিত নিবন্ধ

  • জামায়াত ক্ষমতায় গেলে সরকারি টাকায় পকেট ভরবেনা : মাও. মঈনুদ্দিন
  • আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে মামুন মাহমুদ
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৭ নং ওয়ার্ড যুবদলের দোয়া  
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া 
  • খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বন্দর উপজেলা বিএনপির দোয়া
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া
  • না’গঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর বর্ণাঢ্য মোটর সাইকেল শোডাউন
  • বিশ্ববিদ্যালয় ও কলেজ-মাদ্রাসায় অনার্স শিক্ষার্থীদের বৃত্তি দেবে অন্তর্বর্তী সরকার
  • ইউনাইটেড টোব্যাকোর ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি জানাল এনবিআর
  • ভাষার লিখিত রূপের প্রমিতকরণ, সাধু রীতি টিকিয়ে রাখতে হবে