বিএনপির ওপর আমাদের চরম আস্থা ও বিশ্বাস রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন।

তিনি বলেন, “দেশমাতা খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা বারবার কারাগারে গিয়েছি, এরপরও আমরা বিএনপির কাছে কোনো মনোনয়ন চাইনি। কারণ, বিএনপির ওপর আমাদের চরম আস্থা ও বিশ্বাস রয়েছে। আশা করি, বিএনপি আমাদের অবশ্যই মূল্যায়ন করবে।”

আরো পড়ুন:

যারা অন্যায় করে তারাই পালিয়ে যায়: অধ্যাপক মামুন মাহমুদ

মসজিদ নিয়ে আমরা রাজনীতি না করি: বজলুল করিম

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে আয়োজিত দলীয় সভায় তিনি এসব কথা বলেন। 

আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিমজ্জিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আহসান হাবীব লিংকন। তিনি বলেন, “ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। তা না হলে, ভবিষ্যৎ প্রজন্মকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হতে পারে।”

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার ডাকে আমরা জোটে গিয়েছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের জোটের নেতাদের বলেছিলেন, চরম দুর্দিনে আপনারা আমাদের পাশে ছিলেন। বিএনপির বহু লোককে এমপি-মন্ত্রী বানিয়েছিলাম, কিন্তু দলের দুর্দিনে তাদের অনেকেই পাশে ছিলেন না।” 

আমলা ইউনিয়ন জাতীয় পার্টির (জাফর) সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দলটির জেলা সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজমত আলী খান, জেলা ছাত্র সমাজের সভাপতি মাহফুজুর রহমান, মিরপুর উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক শাহাবুল জোয়ার্দ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিকুর রশিদ জুয়েল, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি এম এ আলম, সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান।

 

ঢাকা/কাঞ্চন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র আম দ র রহম ন

এছাড়াও পড়ুন:

লটারির পুরস্কার যখন পিকাসোর চিত্রকর্ম

পাবলো পিকাসোর চিত্রকর্মের বিশ্বজোড়া কদর। দামও আকাশছোঁয়া। সে জন্যই হয়তো শিল্পপ্রেমীদের অনেকেই পিকাসোর চিত্রকর্ম নিজের সংগ্রহে রাখার কথা কল্পনাও করতে পারেন না। তাঁদের জন্য বড় সুযোগ হতে পারে ফ্রান্সের একটি দাতব্য সংস্থার লটারি। ১০০ ইউরোর লটারির টিকিট কিনে মিলতে পারে পিকাসোর একটি চিত্রকর্ম।

এই লটারির টিকিট পাওয়া যাবে ‘ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকম’ নামের একটি ওয়েবসাইটে। এর উদ্দেশ্য মহৎ। মোট ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রির অর্থ যাবে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায়। আগামী বছরের ১৪ এপ্রিল নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির প্যারিস কার্যালয়ে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পিকাসোর ওই চিত্রকর্মে ‘ডোরা মার’ নামের এক নারীকে আঁকা হয়েছে। তিনি পিকাসোর একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৪১ সালে আঁকা চিত্রকর্মটির শিরোনাম ‘তেত দ্য ফাম’। বাংলায় এর অর্থ হচ্ছে ‘নারীর মাথা’। কাগজের ওপর গোয়াশ রঙে আঁকা চিত্রকর্মটির উচ্চতা ১৫ দশমিক ৩ ইঞ্চি। চিত্রকর্মটির বর্তমান বাজারদর ১০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকমে এমন লটারির আয়োজন করা হয়েছিল। প্রথমটি ২০১৩ সালে। সেবার লেবাননের তায়ার শহর রক্ষায় ৪৮ লাখ ইউরোর তহবিল জোগাড় করা হয়েছিল। আর পরেরবার ২০২০ সালে আফ্রিকায় পানির উৎস ও পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য তোলা হয়েছিল ৫১ লাখ ইউরো। ওই দুবারও কিন্তু পুরস্কার ছিল পিকাসোর দুটি চিত্রকর্ম।

সম্পর্কিত নিবন্ধ