শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ কর্মসূচি শুরু করে তারা।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিল শিবির

শাবিপ্রবিতে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ছাত্রদল

এ সময় তারা ‘প্রশাসন রিমেম্বার, শাকসু ইন নভেম্বর’, ‘শাকসু নিয়ে টালবাহানা, চলবে না’, ‘উই ওয়ান্ট শাকসু’, ‘শাকসুর রোডম্যাপ দিতে হবে’, ‘শাকসু চাই, শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও’ ইত্যাদি স্লোগান দেন।

অবস্থানের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.

সাজেদুল করিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।

তিনি বলেন, “উপাচার্য স্যার বর্তমানে ঢাকায় ছুটিতে আছেন। আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করেছি এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশন ও রোডম্যাপ আগামী সোমবার এসে ঘোষণা করবেন। আমি শতভাগ আশ্বস্ত করতে চাই, আগামী সোমবারই সব কার্যক্রমের ঘোষণা দেওয়া হবে।”

পরে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার উপাচার্য এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।”

এর আগে, উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী গণমাধ্যমে জানিয়েছিলেন, শাকসু নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে অক্টোবরের শেষভাগে এসেও নির্বাচন কমিশন গঠন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে।

ঢাকা/ইকবাল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য

এছাড়াও পড়ুন:

ধামরাইয়ে অটো রাইস মিলে জরিমানা

ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় একটি কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আইঙ্গন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

আরো পড়ুন:

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জে ইলিশ কেনাবেচার অপরাধে ১২ জনের কারাদণ্ড

অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। এ সময় সুষম অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এ জরিমানা করা হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, “পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ধামরাই উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।

ঢাকা/আরিফুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ