খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
Published: 23rd, October 2025 GMT
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভারত সীমান্তসংলগ্ন প্রত্যন্ত এলাকায় এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকায় গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সকাল পর্যন্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রনি বিকাশ ত্রিপুরা (৩২), ডেটল বাবু (১৭) এবং রিমন ত্রিপুরা। সুমন বিকাশ ত্রিপুরা নামে আরেকজন পলাতক।
আরো পড়ুন:
গরু চুরি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
বরগুনায় ২ শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে মামলা
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কিশোরী স্থানীয় কালী মন্দিরে তার এক আত্মীয়ের সঙ্গে পূজা দেখতে যায়। এ সময় স্থানীয় চার যুবক পূর্ব পরিচয়ের কারণে কিশোরীকে ডেকে নিয়ে যায়। পরে তারা কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার পুলিশকে জানায়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/রূপায়ন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে