চুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে গোসলের ভিডিও ধারণের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ
Published: 23rd, October 2025 GMT
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্রের বিরুদ্ধে গোসলরত আরেক ছাত্রের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থীর বিচারের দাবিতে গতকাল বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হলের পঞ্চম তলার একটি গোসলখানায় এক শিক্ষার্থী গোসল করছিলেন। সে সময় অভিযুক্ত শিক্ষার্থী পাশের গোসলখানা থেকে তাঁর ভিডিও ধারণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষার্থীকে হাতেনাতে ধরে হলের শিক্ষার্থীদের জানান। পরে শিক্ষার্থীরা তাঁকে হল প্রাধ্যক্ষের কাছে সোপর্দ করেন। এ ঘটনার ৯ দিনেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার ও তাঁর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে প্রশাসনের মামলা করার দাবি জানিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতফান নূর বলেন, ‘এভাবে লুকিয়ে একজনের ভিডিও ধারণ করা গর্হিত অপরাধ। এ ঘটনার প্রমাণ থাকা সত্ত্বেও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য সময় দিয়েছি।’
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, পাশের গোসলখানা থেকে তাঁর ভিডিও করা হচ্ছে বুঝতে পেরে তিনি অভিযুক্ত শিক্ষার্থীটিকে হাতেনাতে ধরে মুঠোফোন কেড়ে নেন। পরে হলের শিক্ষার্থীরা তাঁকে প্রাধ্যক্ষের কাছে সোপর্দ করেন।
অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তিনি মুঠোফোন ওপরে রেখেছিলেন। কোনোভাবে হয়তো পানি বা ঘাম লেগে ভিডিও অন হয়ে গেছে। ইচ্ছাকৃত তিনি এ কাজ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা হলের প্রাধ্যক্ষ বিপুল চন্দ্র মণ্ডল বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থী আমার হলের নন। তিনি শহীদ তারেক হুদা হলের আবাসিক শিক্ষার্থী। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁকে আমি ওই হলের প্রাধ্যক্ষের কাছে হস্তান্তর করি। ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে একটি অভিযোগপত্র নিয়ে আমরা সেটি ছাত্রকল্যাণ অধিদপ্তরে দিয়েছিলাম। তবে তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা আবার ছাত্রকল্যাণ অধিদপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’
শহীদ তারেক হুদা হলের প্রাধ্যক্ষ নিপু কুমার দাস বলেন, ‘ঘটনার দিন ওই হলে আমার শেষ কার্যদিবস ছিল। সেদিন অভিযুক্ত শিক্ষার্থীকে হলে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তাঁর ব্যবহৃত ফোনটি জব্দ করি। ছাত্রকল্যাণ অধিদপ্তরকে এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ এ ঘটন ঘটন র
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে