সিদ্ধিরগঞ্জে হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলে ক্লাস পার্টি ও পুরস্কার বিতরণ
Published: 23rd, October 2025 GMT
সিদ্ধিরগঞ্জে আদমজী কদমতলী এলাকায় হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলে এক জাঁকজমকপূর্ণ ক্লাস পার্টি, পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং পরিচালক মো: জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমজী হাই স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো: আইয়ুব হোসেন।
ক্লাস পার্টি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক মো: মোশারেফ হোসেন বলেন, হাটি হাটি পা পা করে হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুল সাত বছরে পদার্পণ করেছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের ছেলে-মেয়েদের ভালো শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা গতানুগতিক শিক্ষার পাশাপাশি ব্যতিক্রমী শিক্ষা হিসেবে আরবি কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন, আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের মায়েরা আরবি পড়ার জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠিয়ে মক্তবে পাঠাতেন। বর্তমানে কিছু কিছু মসজিদে আরবি পড়ালেও আগের মতো আর নেই।
আমরা অভিজ্ঞ আলেম দ্বারা আরবি শিক্ষা দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ আরও অনেক দূর এগিয়ে যেতে পারব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল গফুর মোল্লা, মোহাম্মদ শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া, মমিন হোসেন মোহন, মোহাম্মদ আইনুল হক, মাহমুদুল হাসান, নাদিম শিকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
বন্দরে ৭৮ কেঁজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বন্দরে বস্তা তল্লাশি চালিয়ে ৭৮ কেঁজী গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ আদমজী নগর। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো সুদূর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোপালনগর এলাকার মোস্তফা কামাল মিয়ার ছেলে ইউসুফ (২৬) ও রংপুর জেলার ভদরগঞ্জ থানার
মানসিংহপুর অফিসপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে তোফান রানা (২৭)।
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় র্যাব-১১ কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আবু হাসান বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। পরে গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মাদক মামলায় বুধবার (২২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টায় বন্দর থানার মদনপুর টু বন্দরগামী রোডে এ্যাংলো ইস্টার্ন টেম্পার গ্লাস ফ্যাক্টরীর সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, র্যাব-১১, আদমজীনগর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আবু হাসান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর টু বন্দরগামী রোডে এ্যাংলো ইস্টার্ন টেম্পার গ্লাস ফ্যাক্টরীর সামনে অবস্থান করছে।
তাৎক্ষণিক বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রাপ্ত হয়ে রাত পৌনে ১১টায় বন্দর থানাধীন মদনপুর টু বন্দরগামী সড়কের এ্যাংলো ইস্টার্ন টেম্পার গ্লাস ফ্যাক্টরীর সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী দখলে থাকা ৪টি বস্তুা তল্লাশি চালিয়ে ৭৮ কেঁজী গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-১১ আরো জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন জেলায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। ###