সিদ্ধিরগঞ্জে আদমজী কদমতলী এলাকায় হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলে এক জাঁকজমকপূর্ণ ক্লাস পার্টি, পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং পরিচালক মো: জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমজী হাই স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো: আইয়ুব হোসেন।

ক্লাস পার্টি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক মো: মোশারেফ হোসেন বলেন, হাটি হাটি পা পা করে হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুল সাত বছরে পদার্পণ করেছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের ছেলে-মেয়েদের ভালো শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা গতানুগতিক শিক্ষার পাশাপাশি ব্যতিক্রমী শিক্ষা হিসেবে আরবি কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের মায়েরা আরবি পড়ার জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠিয়ে মক্তবে পাঠাতেন। বর্তমানে কিছু কিছু মসজিদে আরবি পড়ালেও আগের মতো আর নেই।

আমরা অভিজ্ঞ আলেম দ্বারা আরবি শিক্ষা দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ আরও অনেক দূর এগিয়ে যেতে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল গফুর মোল্লা, মোহাম্মদ শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া, মমিন হোসেন মোহন, মোহাম্মদ আইনুল হক, মাহমুদুল হাসান, নাদিম শিকদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় মারা যায় তারা। দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে।

মারা যাওয়া শাহবাব মণ্ডল কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে। তোহা মণ্ডল দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। 

আরো পড়ুন:

মানিকগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু 

‘আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি’

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ‌নেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ