চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্রের বিরুদ্ধে গোসলরত অবস্থায় আরেক ছাত্রের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধা হলে এক শিক্ষার্থীর আপত্তিকর ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগে ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী ৯ নভেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর মুক্তিযোদ্ধা হলের পঞ্চম তলার গোসলখানায় এক শিক্ষার্থী গোসল করছিলেন। সে সময় পাশের গোসলখানায় থাকা আরেক শিক্ষার্থী তাঁর ভিডিও ধারণ করেন। ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলেন এবং হলের অন্য শিক্ষার্থীদের জানান। পরে তাঁকে হল প্রাধ্যক্ষের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার ৯ দিন পরও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাঁরা অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার ও তাঁর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার দাবি জানান।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো.

আবু মোয়াজ্জেম হোসেন বলেন, ‘হল প্রাধ্যক্ষ ও ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষ হলে এবং কারণ দর্শানোর জবাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুনচুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে গোসলের ভিডিও ধারণের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ৬ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাংবাদিক হেনস্তা: একজনকে শাস্তি দিল বিএনপি

বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনায় জড়িত থাকার দায়ে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন ফয়সলের এক মাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিল্লালের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

ডিভি লটারিতে বাংলাদেশের নাম না থাকা নিয়ে বিভ্রান্তির অপচেষ্টা 

ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল পিআইবি

শুক্রবার (২৪ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৯ অক্টোবর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনা ঘটে। ঘটনাটির তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন এক মাসের জন্য তার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে তিনি বিএনপির কোনো কার্যালয়ে কর্মরত থাকবেন না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ