ফুটপাতে হাঁটার জায়গা চেয়ে হামলায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী, কিশোর গ্রেপ্তার
Published: 24th, October 2025 GMT
সিলেট নগরীতে ফুটপাতে হাঁটার জায়গা চাওয়াকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই শিক্ষার্থী বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর রিকাবীবাজার পয়েন্টের পাশের সড়কে। আহত শিক্ষার্থী মো.
পুলিশ জানায়, রাতে আহত শিক্ষার্থী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজন কিশোরকে গ্রেপ্তার করেছে। ওই কিশোর সিলেটের নয়াসড়ক এলাকার বাসিন্দা। মামলার অন্য দুই আসামি হলেন সাফু (২৪) ও সালমান (২৫) নামের দুই তরুণ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টিউশনি শেষ করে হাউজিং স্টেট থেকে লামাবাজারের দিকে হাঁটছিলেন জাকারিয়া। রিকাবীবাজার পয়েন্টের কাছে ফুটপাতে ভিড় থাকায় ওই কিশোরকে সরে দাঁড়াতে বলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর তাঁকে গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে কিশোরসহ আরও কয়েকজন মিলে জাকারিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি আঘাতে তাঁর মুখ ও মাড়িতে গুরুতর জখম করে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর বেলাল শিকদার প্রথম আলোকে বলেন, ‘রিকাবীবাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মিলে আমাদের শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে। ফুটপাতে চলাচল নিয়ে ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীর অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার বিষয়ে আলোচনা চলছে। ছাত্র বাদী হয়ে মামলা করেছে।’
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লটারির পুরস্কার যখন পিকাসোর চিত্রকর্ম
পাবলো পিকাসোর চিত্রকর্মের বিশ্বজোড়া কদর। দামও আকাশছোঁয়া। সে জন্যই হয়তো শিল্পপ্রেমীদের অনেকেই পিকাসোর চিত্রকর্ম নিজের সংগ্রহে রাখার কথা কল্পনাও করতে পারেন না। তাঁদের জন্য বড় সুযোগ হতে পারে ফ্রান্সের একটি দাতব্য সংস্থার লটারি। ১০০ ইউরোর লটারির টিকিট কিনে মিলতে পারে পিকাসোর একটি চিত্রকর্ম।
এই লটারির টিকিট পাওয়া যাবে ‘ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকম’ নামের একটি ওয়েবসাইটে। এর উদ্দেশ্য মহৎ। মোট ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রির অর্থ যাবে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায়। আগামী বছরের ১৪ এপ্রিল নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির প্যারিস কার্যালয়ে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পিকাসোর ওই চিত্রকর্মে ‘ডোরা মার’ নামের এক নারীকে আঁকা হয়েছে। তিনি পিকাসোর একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৪১ সালে আঁকা চিত্রকর্মটির শিরোনাম ‘তেত দ্য ফাম’। বাংলায় এর অর্থ হচ্ছে ‘নারীর মাথা’। কাগজের ওপর গোয়াশ রঙে আঁকা চিত্রকর্মটির উচ্চতা ১৫ দশমিক ৩ ইঞ্চি। চিত্রকর্মটির বর্তমান বাজারদর ১০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকমে এমন লটারির আয়োজন করা হয়েছিল। প্রথমটি ২০১৩ সালে। সেবার লেবাননের তায়ার শহর রক্ষায় ৪৮ লাখ ইউরোর তহবিল জোগাড় করা হয়েছিল। আর পরেরবার ২০২০ সালে আফ্রিকায় পানির উৎস ও পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য তোলা হয়েছিল ৫১ লাখ ইউরো। ওই দুবারও কিন্তু পুরস্কার ছিল পিকাসোর দুটি চিত্রকর্ম।