নতুন আইফোনের ফ্রেমের রং ফিকে হয়ে যাচ্ছে, উদ্বিগ্ন ব্যবহারকারীরা
Published: 24th, October 2025 GMT
সম্প্রতি বাজারে আসা আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের ‘কসমিক অরেঞ্জ’ ফ্রেমের রং ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক ক্রেতা। ভুক্তভোগীদের অভিযোগ, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের কমলা ফ্রেমের রং ধীরে ধীরে গোলাপি বা রোজ গোল্ডের মতো হয়ে যাচ্ছে। ফোনের অ্যালুমিনিয়াম ফ্রেম ও ক্যামেরার চারপাশে রঙের পরিবর্তন বেশি হচ্ছে। ফলে আইফোনগুলোর রঙের মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ক্রেতা দাবি করেছেন, আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স দুটি মডেলেই একই ধরনের সমস্যা হচ্ছে। জাপানের এক ব্যক্তির শেয়ার করা ছবিতে দেখা গেছে, আইফোনের ম্যাগসেইফ রিং অংশে উজ্জ্বল কমলা রং থাকলেও আশপাশের ফ্রেম ও পেছনের অংশের রং ফিকে হয়ে গেছে। বেশ কয়েকজন ক্রেতা জানিয়েছেন, সূর্যের অতিবেগুনি রশ্মি (ইউভি) রং পরিবর্তনের প্রক্রিয়াকে দ্রুত করে তুলছে। যাঁরা ফোনটি সরাসরি রোদে ব্যবহার করেন বা দীর্ঘ সময় বাইরে রাখেন, তাঁদের আইফোনের রং দ্রুত ফিকে হচ্ছে। সবচেয়ে বেশি ফিকে হচ্ছে ফ্রেম ও ক্যামেরা মডিউলের আশপাশের অংশ।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অ্যালুমিনিয়ামের প্রাকৃতিক অক্সিডেশনের কারণে আইফোনের ফ্রেমের রং পরিবর্তন হতে পারে। সাধারণত অ্যাপল অ্যালুমিনিয়ামের ওপর অ্যানোডাইজড প্রলেপ দেয়, যা অক্সিডেশন প্রতিরোধে সহায়তা করে। তবে সেই প্রলেপ যদি সম্পূর্ণ না হয়, বাতাসের সংস্পর্শে অ্যালুমিনিয়াম রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিয়ে ধীরে ধীরে রং পরিবর্তন করতে পারে।
ক্রেতাদের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিষয়টি সম্পর্কে অ্যাপল অবগত এবং তারা অভ্যন্তরীণভাবে তদন্ত করছে। তাই যেসব ব্যবহারকারীর ফোনে রং পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে, তাঁদের উচিত পরিবর্তনের স্পষ্ট ছবি তুলে নথিবদ্ধ করা এবং নিকটস্থ অ্যাপল স্টোরে যোগাযোগ করা। যদি বিষয়টি উৎপাদনজনিত ত্রুটি হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিনা মূল্যে প্রতিস্থাপনের সুযোগ পাওয়া যেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইফ ন ১৭ প র আইফ ন র অ য পল
এছাড়াও পড়ুন:
একটি দল বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছে: এ্যানী
নির্বাচন সামনে রেখে একটি ইসলামী রাজনৈতিক দল অপপ্রচারে নেমেছে— মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘‘তারা এখন বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছেন। বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছেন।’’
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলাদলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন:
নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
‘স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘‘এই পরিস্থিতি মোকাবিলা করে আগামীর নির্বাচনে ধানের শীষ জয়ী করে সুন্দর দেশ ও সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।’’
তিনি আরো বলেন, ‘‘খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আপনারা এবং আপনাদের পরিবার বিএনপির পাশে ছিলেন, আছেন, এবং থাকবেন- এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’’
লক্ষ্মীপুর পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
এ সময় পৌর ও জেলা মহিলা দলসহ বিএনপির স্থানীয় সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/লিটন/বকুল