আওয়ামী লীগ দেশের রাষ্ট্র কাঠমোকে ধ্বংস করে দিয়েছে : সাখাওয়াত
Published: 24th, October 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা এখানে এসেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বার্তা নিয়ে সেটি হল ৩১ দফা। আর ৩১ দফা কেন প্রণয়ন করা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন।
২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠমো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেন। উনি রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা কেন করলেন সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আওয়ামী লীগ দেশের রাষ্ট্র কাঠমোকে ধ্বংস করে দিয়েছিল।
দেশের আইন বিভাগ, বিচার বিভাগসহ সকল সেক্টরকে তারা দলীয়করণ করেছিল। ফলে দেশে আইনের কোন শাসন ছিল না রাষ্ট্রের সকল সেক্টরকে তারা দলীয়করণ করে নিজেদের মতন করে তারা অঙ্গসংগঠনের মতন করে পরিচালনা করতেছিল।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ২৭নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল চারটায় ২৭নং ওয়ার্ডের বঙ্গশাসন এলাকায় এই কর্মীসভার আয়োজন করা হয়।
তিনি বলেন, দেশের গণতন্ত্র ছিল না দেশের মানুষ নিজেদের ভোট প্রয়োগ করতে পারত না। যাওয়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ বিদেশের কূটনীতি ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে তিনি ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। যা আমরা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।
আমরা চাই আওয়ামী লীগ দেশে যেই দুর্নীতি করেছে তা আর বাংলাদেশে করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তা আর বাংলাদেশে করতে দেওয়া হবে না।
গত ১৫ বছর আওয়ামী লীগ যে গণতন্ত্রকে হত্যা করে আপনাদেরকে ভোট দিতে দেইনি সেই গণতন্ত্রকে তারেক জিয়ার নেতৃত্বে আমরা আপনাদেরকে ভোটের ফিরিয়ে দিতে চাই। শুধু তাই না এদেশের আগামী দিনে নির্মাণের চল ব্যবস্থা কেমন হবে নারীদের অধিকার থেকে শুরু করে সর্বক্ষেত্রে কি উন্নয়ন হবে সেগুলো উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিএনপির জনগণের বন্ধু হতে এসেছি। আমরা জনগণকে কষ্ট দিতে চাই না। আমরা বলতে চাই যদি কোন বিএনপি নেতাকর্মী এখানকার জনগণকে কষ্ট দেয় আর যদি কোন নেতাকর্মী সন্ত্রাসী, চাঁদাবাজি, অন্যের সম্পত্তি দখল ও মাদকের সাথে জড়িত থাকে তাহলে তাদের স্থান বিএনপিতে নাই। তাদেরকে বিএনপিতে স্থান দেওয়া হবে না।
আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাড়ে ৬ হাজার বিএনপির নেতা কর্মীদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে যারা এ ধরনের অপকর্ম সাথে জড়িত থাকবে তাদেরকে বহিষ্কার না জেলখানায় বন্দী করা হবে।
সুতরাং সাবধান হয়ে যান। আমরা বিএনপির সকল নেতাকর্মী আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করব। এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে যাকে বিএনপি’র মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করে বিজয়ী করব।
মহানগর ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মঞ্জুর আলম, সহ- সভাপতি মো. রিগ্যান, মো. আমানত, মো. আমির, সহ- সাধারণ সম্পাদক মো. খোকন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সহ- সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব, ২৭নং ওয়ার্ড যুবদল নেতা ইমাম হাসান বিপ্লব, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, জাহিদুজ্জামান শাহাজাদাসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ র ব এনপ র ব এনপ র স আওয় ম উপস থ
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতা কবির হোসেনের মায়ের মৃত্যুতে মামুন মাহমুদের শোক
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার হাজ্বী মো. কবির হোসেনের মমতাময়ী মা মোসা: জমিলা খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শুক্রবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন কবির হোসেনের মায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন মরহুমার বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মোকাম দান করেন।
সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড আটি হাউজিং এলাকার নিবাসী মরহুম হাজী ফজলুল হক (ফজল কনটাক্টর) সাহেবের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজ্বী মো: কবির হোসেনের মমতাময়ী মা মোসা: জমিলা খাতুন (৬০) মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে ২ ছেলে, নাতী-পুতি সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয়স্বজন রেখেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জানাযা নামাজ শেষে সিদ্ধিরগঞ্জ পাইনাদী মিজমিজি কবরস্থানে দাফন করা হয়।