৩১দফা বাস্তবায়ন না হলে দেশ পুনর্গঠন হবে না : শিল্পপতি বাবুল
Published: 24th, October 2025 GMT
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহাম্মদ বাবুল বলেছেন,শেখ হাসিনা এবং তার দোসররা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে।
সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমার নেতা জনাব তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। এই ৩১দফা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের দেশকে আমরা পুনর্গঠন করতে পারবো না।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২৪নং ওয়ার্ডের নোয়াদ্দাস্থ নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণাপূর্বক এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
শিল্পপতি বাবুল আরো বলেন,তারেক রহমানের রাষ্ট্রকাঠামো ৩১দফাতে তত্ত্বাবধায়ক সরকার প্রথা নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব করা হয়েছে যা কি না শেখ হাসিনা ভোট কারচুপির জন্য এই প্রথাটা বাতিল করেছিল।
এটা করে সে বলেছিল কেয়ামত পর্যন্ত আর তত্ত্বাবধায়ক সরকার প্রথা এদেশে বাস্তবায়ন হবে না। এদেশের জনগণ শেখ হাসিনার সেই দুঃস্বপ্ন ভেঙ্গে খান খান করে দিয়েছে। কেয়ামত আসতে দেরি হলেও শেখ হাসিনার জন্য কেয়ামত ঠিকই এসে গেছে। এখন দূরে বসে চক্রান্ত শুরু করছে।
খবরদার আপনারা খেয়াল করবেন তার কোন দোসর যেন কোনভাবেই আমাদের সঙ্গে মিশে না যায়।
নারায়গঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে
গনসংযোগ কালে ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২৩ নং বিএনপি নেতা স্বজন, র্নিঝন, পলক, বন্দর ইউনিয়ন বিএনপি নেতা পাভেল, ২০ নং বিএনপি নেতা জাব্বার পাঠান, ২০ নং ওয়ার্ড যুবদলের নেতা নাদিম মাহামুদ, শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আক্তার হোসেন, আলম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী জাকির হোসেন, সাঈদ, ফারুকুল ইসলামসহ ২৪ ও ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ত র ক রহম ন ন র য়ণগঞ জ রহম ন ব এনপ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে হামেশা ফুডের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় হামেশা ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে। সোনারগাঁ থানা পুলিশ নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় হামেশা ফুড লিমিটেড নামের একটি কারখানা খুলে আসাদুল ইসলাম আটা-ময়দার ব্যবসা করেন।
ব্যবসার নাম করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ সদর ও ঢাকার অর্থঋণ আদালতে তার বিরুদ্ধে করা তিনটি মামলায় দায়ের করেন ভূক্তভোগীরা। সেই মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
সেসব মামলার ওয়ারেন্ট মূলে শুক্রবার ভোরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে। পরে সকাল ১০টার দিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ওরফে ডা. মাহমুদের ছেলে। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের ইমাম পরিচয়ে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তারের পাশাপাশি ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেন। অর্থ আদায় করতে গেলে বিভিন্ন সময় তিনি পাওনাদারদের মারধর ও হুমকি ধামকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় সোনারগাঁ থানাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা ও একাধিক সাধারণ ডায়েরী রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।অর্থ আত্মসাতের ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়া এলাকার তানভীর ফ্লাওয়ার এন্ড ডাল মিলসের কর্মকর্তা মো. মাহমুদ হোসাইন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, আসাদুল ইসলামের হামেশা ফুডের সঙ্গে তানভীর ফ্লাওয়ার এন্ড ডাল মিলসের ব্যবসা ছিল। ব্যবসার সূত্রে আসাদুল তানভীর ফ্লাওয়ার মিলের ১ কোটি ৬৫ লাখ টাকার কাঁচামাল প্রতারণা করে আত্মসাৎ করেছেন।
আত্মসাৎ করা টাকা ফেরত চাইতে গেলে আসাদুল ইসলাম ভূক্তভোগী মাহমুদ হোসাইনকে মারধর করে এবং বিভিন্ন হুমকি ধামকি দেন। পরবর্তীতে আসাদুল ইসলাম পাওনা টাকা না দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।