ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শৌখিন মৎস্যশিকার প্রতিযোগিতায় অংশ নিতে ২৭ হাজার টাকা দিয়ে টিকিট কাটেন কামরুজ্জামান (৪২) নামের হবিগঞ্জের এক মৎস্যশিকারি। শুক্রবার সকালে বড়শি পেতে বেলা একটার দিকে তিনি ৯ কেজি ১০৫ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরেন। সেই কাতলা ধরে তিনি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন আড়াই লাখ টাকা।

সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার বিরেশ দিঘিতে আজ সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বড়শি (ছিপ) দিয়ে মাছ ধরার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌনে তিন একরের দিঘিটির মালিক কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পরিবার। তাঁদের কাছ থেকে দিঘিটি ৯০ লাখ টাকায় বন্ধক নিয়েছে ‘সরাইল মৎস্যচাষ প্রকল্প’ নামের একটি সমিতি। তারা দিঘিটিতে প্রতিবছর কয়েকবার মৎস্যশিকার প্রতিযোগিতার আয়োজন করে।

সরাইল মৎস্যচাষ প্রকল্পের সভাপতি আলী মিয়া প্রথম আলোকে বলেন, এখানে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। চলতি বছরে এটি চতুর্থ আয়োজন। দেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন মৎস্যশিকারিরা এই প্রতিযোগিতায় অংশ নেন।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, নরসিংদী, গাজীপুর ও হবিগঞ্জ থেকে আসা ৩৪ জন মৎস্যশিকারি প্রতিযোগিতায় অংশ নেন। এতে অংশ নিতে তাঁদের প্রত্যেককে ২৭ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। পরে লটারির মাধ্যমে তাঁদের আসন নির্ধারণ করা হয়।

সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার বিরেশ দিঘিতে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত বড়শি (ছিপ) দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ

কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।

বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।

মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ