আহ্বানের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম সম্পন্ন
Published: 25th, October 2025 GMT
সফলভাবে সম্পন্ন হয়েছে আহ্বান ও তারুণ্য আহ্বান সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম ।
শুক্রবার (২৪ অক্টোবর) নগরীর ১৪ নং ওয়ার্ডের নন্দীপাড়ায় চলে এই কার্যক্রম।
আয়োজকরা বলেন , ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। তারা জেনেছেন তাদের রক্তের গ্রুপ একেবারে বিনামূল্যে।
আমরা বিশ্বাস করি, রক্তের গ্রুপ জানা মানে জীবন বাঁচানোর পথে এক ধাপ এগিয়ে যাওয়া। মহতী এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও সংগঠনের সদস্যদের।
আয়োজকরা আরও বলেন, এই আয়োজন ছিল আমাদের মানবিক দায়িত্ববোধের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। সামনে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই — আপনাদের সঙ্গে নিয়ে।
পুরো কার্যক্রমে উপস্থিত ছিলে, তারক ঘোষ, ১৪ নং ওয়ার্ড দলনেতা,
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সংগঠনের অন্যতম সদস্য পার্থ ঘোষ, রাব্বি খান, মাহিম হাসান, আলিফ খান, আল আন্দালিবসহ অন্যান্য সদস্যবৃন্দ
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স গঠন ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায় ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকদের মধ্যে ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।
সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য অন্য কোনো প্রার্থী না থাকায় সিএসইর নির্বাচন কমিটি গত ২৭ নভেম্বর লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে ঘোষণা করেন।
ঢাকা/এনটি/রাসেল