দুইটি পদবি ব্যবহারের কারণ জানালেন কঙ্কনা
Published: 25th, October 2025 GMT
ভারতীয় অভিনেত্রী কঙ্কনা নিজে তার নামের সঙ্গে মা ও বাবা দুইজনের পদবি ব্যবহার করেন। জানা যায়, যখন তার চার-পাঁচ বছর বয়স, তখন মা অপর্ণা সেন ও বাবা মুকুল শর্মা তাকে পদবি বেছে নিতে বললে অভিনেত্রী দুইজনের পদবিই গ্রহণ করেন।
কঙ্কনা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘‘আমার মা-বাবা আমাকে পদবি বেছে নিতে বলেন। আমি ভাবি, দুইজনের পদবি রাখলেই তো হয়। তারপর সারা জীবন ধরে একটা বড় নাম নিয়ে ঘুরছি। যদিও ‘সেন’টা আমার মায়ের বাপের বাড়ির পদবিও নয়। আসলে আমার মা-বাবা কিংবা আমার ঠাকুরদা-ঠাকুরমা, সবাই খুব প্রগতিশীল ছিলেন এ বিষয়ে। কোনও দিন সমস্যা হয়নি।’’
আরো পড়ুন:
মা হারালেন মেহের আফরোজ শাওন
মাসুম আজিজের আজ মৃত্যুবার্ষিকী
এবার নেটিজেনদের পছন্দ কঙ্গনার সন্তানের পদবি কী হবে? কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরের একমাত্র সন্তান হারুণ। কঙ্কনা ও রণবীরের বিচ্ছেদ হয়ে গেছে বেশ কয়েক বছর হল। যদিও যৌথ অভিভাবকত্বের দায়িত্ব পালন করছেন তারা।
ছেলের নামের পদবি প্রসঙ্গে কঙ্কনা বলেন, “আমরা আপাতত ‘শোরে’ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আর যদি হারুণ ওর বাবা-মা দুইজনের পদবি নিতে চায়, তা হলে ওর নামটা শেষই হবে না। আমি তাকে বলেছি পরে চাইলে মাঝে আরও একটি পদবি যোগ করতে পারে। কিন্তু ততক্ষণ পর্যন্ত, হারুণ শোরেই রাখি।”
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে