মুন্সীগঞ্জে ৬২৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
Published: 25th, October 2025 GMT
মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬২৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড পাগলা স্টেশন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর সংলগ্ন ডিঙ্গাভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আরো পড়ুন:
নোয়াখালীতে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ
সাতক্ষীরার শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ
অভিযান চলাকালে ছয়টি গোডাউন ও ছয়টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ১৭ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় ৬২৬ কোটি ৫৯ লাখ টাকা বলে জানায় কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল নিধনে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।”
অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম, মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মো.
পরে প্রকাশ্যে নদীর পাড়ে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ঢাকা/রতন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জব দ মৎস য
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে