রাউজানে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত
Published: 25th, October 2025 GMT
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে আলমগীর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি জানিয়ে বলেন, “আলমগীর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ জানায়, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম/রেজাউল/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সালমান শাহর ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাটে পুলিশ
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আবারো নতুন মোড় নিয়েছে তার মৃত্যুর রহস্য। আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
প্রায় ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে পুলিশ গিয়েছিল সেই ফ্ল্যাটে—যেখানে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পাওয়া গিয়েছিল সালমান শাহর নিথর দেহ।
আরো পড়ুন:
সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরা-ডনসহ ১১ জন আসামি
সালমান শাহর মৃত্যু: রিভিশন মামলার শুনানি শেষ, আদেশ ২০ অক্টোবর
রাজধানীর ইস্কাটন প্লাজার বাসাটি তখন ভাড়া নিয়েছিলেন সালমান শাহ ও তার স্ত্রী সামিরা হক। নায়কের মৃত্যুর পর ফ্ল্যাটটি সিলগালা করা হয়েছিল, বর্তমানে সেখানে বসবাস করছেন নতুন মালিক। পুলিশ ঘুরে ঘুরে দেখেছে ফ্ল্যাটটির প্রতিটি কোণ, সংগ্রহ করেছে প্রয়োজনীয় তথ্যও।
গত ২০ অক্টোবর, মধ্যরাতে রমনা থানায় হত্যা মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। এছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডনসহ মোট ১১ জন। এজাহারে আরো কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।
সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেন, “সালমান শাহর বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি জীবিত থাকাকালেই অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন। চেষ্টা করতে করতে তিনিও চলে গেছেন। এখন এতদিন পর সেটি সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ প্রমাণ হবে—এটা হত্যা ছিল।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর লাশ উদ্ধার করে পুলিশ। তখন একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। তার অকালমৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জট এবার নতুন করে খোলার অপেক্ষায় পুরো দেশ।
ঢাকা/রাহাত/শান্ত