Prothomalo:
2025-10-25@20:48:32 GMT

কে জিতল, মালাইকা না রাশমিকা

Published: 25th, October 2025 GMT

‘চল ছাইয়া ছাইয়া’, ‘আনারকলি ডিসকো চলি’, ‘মুন্নি বদনাম হুয়ি’ গানগুলোর নাম করলেই চোখের সামনে ভেসে ওঠে মালাইকা অরোরার মুখ। মালাইকার শরীরী ভাষা, মুখের অভিব্যক্তি আর নাচের শক্তি দেখে বোঝার উপায় নেই পঞ্চাশ পেরিয়েছে বয়সের কাঁটা। বরং মনে হয় সময় যেন তাঁকে আরও পরিণত করেছে, করে তুলেছে আরও আকর্ষণীয়।
নতুন রূপে, নতুন ঝলকে আবার ফিরেছেন সেই মালাইকা। আদিত্য সরপোতদার পরিচালিত ‘থামা’র আইটেম গান ‘পয়জন বেবি’তে আগুন ধরিয়ে দিয়েছেন তিনি। তবে এবার একা নন, সঙ্গে রয়েছেন বলিউডের নতুন প্রজন্মের প্রিয় মুখ রাশমিকা মান্দানা। দুই প্রজন্ম, দুই সৌন্দর্য, দুই স্টাইল—এই দ্বৈরথই গানটিকে করে তুলেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

দীপাবলির উৎসবেই মুক্তি পেয়েছে ‘থামা’, যেখানে মুখ্য ভূমিকায় আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। ছবির গানগুলোর সুরকার জনপ্রিয় জুটি শচিন–জিগর, আর ‘পয়জন বেবি’ গেয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচিন–জিগর ও দিব্যা কুমার। গানটি প্রকাশের পর থেকেই অন্তর্জালে তুমুল সাড়া পড়ে গেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে গানটি ইউটিউবে লাখো ভিউ ছুঁয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুলনা—কে বেশি মাতালেন, মালাইকা না রাশমিকা?

‘পয়জন বেবি’ গানে মালাইকা। ভিডিও থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কে জিতল, মালাইকা না রাশমিকা

‘চল ছাইয়া ছাইয়া’, ‘আনারকলি ডিসকো চলি’, ‘মুন্নি বদনাম হুয়ি’ গানগুলোর নাম করলেই চোখের সামনে ভেসে ওঠে মালাইকা অরোরার মুখ। মালাইকার শরীরী ভাষা, মুখের অভিব্যক্তি আর নাচের শক্তি দেখে বোঝার উপায় নেই পঞ্চাশ পেরিয়েছে বয়সের কাঁটা। বরং মনে হয় সময় যেন তাঁকে আরও পরিণত করেছে, করে তুলেছে আরও আকর্ষণীয়।
নতুন রূপে, নতুন ঝলকে আবার ফিরেছেন সেই মালাইকা। আদিত্য সরপোতদার পরিচালিত ‘থামা’র আইটেম গান ‘পয়জন বেবি’তে আগুন ধরিয়ে দিয়েছেন তিনি। তবে এবার একা নন, সঙ্গে রয়েছেন বলিউডের নতুন প্রজন্মের প্রিয় মুখ রাশমিকা মান্দানা। দুই প্রজন্ম, দুই সৌন্দর্য, দুই স্টাইল—এই দ্বৈরথই গানটিকে করে তুলেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

দীপাবলির উৎসবেই মুক্তি পেয়েছে ‘থামা’, যেখানে মুখ্য ভূমিকায় আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। ছবির গানগুলোর সুরকার জনপ্রিয় জুটি শচিন–জিগর, আর ‘পয়জন বেবি’ গেয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচিন–জিগর ও দিব্যা কুমার। গানটি প্রকাশের পর থেকেই অন্তর্জালে তুমুল সাড়া পড়ে গেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে গানটি ইউটিউবে লাখো ভিউ ছুঁয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুলনা—কে বেশি মাতালেন, মালাইকা না রাশমিকা?

‘পয়জন বেবি’ গানে মালাইকা। ভিডিও থেকে

সম্পর্কিত নিবন্ধ