মোহনা থেকে ইলিশ নিয়ে ফিরছেন উপকূলের জেলেরা
Published: 26th, October 2025 GMT
নিষেধাজ্ঞা শেষে গতকাল শনিবার মধ্যরাতে সাগর মোহনায় মাছ ধরে ফিরতে শুরু করেছেন উপকূলীয় জেলা পটুয়াখালীর জেলেরা। রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে জেলেরা মাছ নিয়ে ট্রলারে করে ঘাটে আসতে শুরু করেন। ফলে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে জেলার বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর।
এদিকে, চাহিদার তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে বড় সাইজের ইলিশের সংখ্যাও অনেক কম। সমুদ্র থেকে ট্রলার ফিরতে শুরু করলে বড় সাইজের এবং কম দামে ইলিশ পাওয়া যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
আরো পড়ুন:
ইলিশে সয়লাব চাঁদপুরের বাজার, দাম আকাশচুম্বী
বরগুনায় নদী ও সাগর মোহনা থেকে ১৫০ জেলে গ্রেপ্তার
ট্রলার থেকে মাছ নামাচ্ছেন মৎস্য অবতরণ কেন্দ্রের এক শ্রমিক
সরেজমিনে দেখা গেছে, মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়েছে কিছু সংখ্যক মাছ ধরা ট্রলার। এসব ট্রলারের সবাই কম বেশি মাছ নিয়ে আড়তে এসেছেন। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকা কেজি দরে। ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজিতে। ৬০০-৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। বাজারে জাটকা বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি হিসেবে।
আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের জেলে রুহুল আমিন মাঝি বলেন, “গতকাল শনিবার রাতে সাগরের মোহনায় যাই। মোহনায় জাল ফেলার পর দুই হাজার পিস মাছ পেয়েছি। দামও ভালো পেয়েছি। এভাবে মাছ ধরা পরলে আমরা পরিবার নিয়ে ভালো থাকতে পারব।
মহিপুরের জেলে নাসির মাঝি বলেন, “সাগরে মাছ আছে। গতকাল জাল ফেলার পর দেড় হাজার পিস ইলিশ পেয়েছি, তবে সাইজে ছোট। বাজারে দামও মোটামুটি ভালো আছে।”
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “২২ দিনের অবরোধ এ অঞ্চলে শতভাগ সফল হয়েছে। আশা করছি, জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং তারা ধার-দেনা কাটিয়ে উঠতে পারবেন।”
ঢাকা/ইমরান/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ট্রাম্প গেলেন মালয়েশিয়ায়, আরেকটি ‘বড় শান্তিচুক্তি’ সইয়ের সাক্ষী হবেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন। দেশটিতে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
এর পাশাপাশি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তা হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই। গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল।
আজ রোববার স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুরে অবতরণ করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
পথিমধ্যে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন। তাতে ট্রাম্প লেখেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি ‘বড় শান্তিচুক্তি’ সই করার উদ্দেশ্যে তিনি মালয়েশিয়ার পথে আছেন।
আরও পড়ুনএশিয়া সফরে সির সঙ্গে চূড়ান্ত চুক্তি চান ট্রাম্প২৪ অক্টোবর ২০২৫ট্রাম্প আরও লেখেন, গুরুত্বপূর্ণ এ আয়োজনে যাতে সবাই থাকতে পারেন, এ জন্য তিনি পৌঁছানোর পরপরই চুক্তি সই করা হবে।
আজ দিনের পরবর্তী ভাগে চুক্তিটি সই করার কথা ছিল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল চুক্তি সই অনুষ্ঠানটি এগিয়ে আনার অনুরোধ করেন। গতকাল শনিবার থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। এর জেরে থাই প্রধানমন্ত্রীর এ অনুরোধ।
আরও পড়ুনথাইল্যান্ডের রাজমাতা সিরিকিত মারা গেছেন২২ ঘণ্টা আগেট্রাম্প আশা প্রকাশ করেছেন, কুয়ালালামপুরে অবতরণের পরই তিনি থাইল্যান্ডের ‘অসাধারণ’ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তখন তিনি থাইল্যান্ডের মহান জনগণের প্রতি সমবেদনা জানাবেন।
পাঁচ দিনের এশিয়া সফরে ট্রাম্প মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এ অঞ্চলে ট্রাম্পের প্রথম সফর এবং সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।
আরও পড়ুনচীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ চলার মধ্যেই বৃহস্পতিবার প্রেসিডেন্ট সির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প২৪ অক্টোবর ২০২৫