সিরাজগঞ্জে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি মারা যান। শনিবার (২৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার কান্দাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু বলেন, “সালেহা বেগম দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় মারা যান তিনি। গতকাল শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার জমানো টাকা মেয়েকে দেওয়া হবে।”
আরো পড়ুন:
বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
আরো পড়ুন: ভিক্ষুকের কাছে দুই বস্তা টাকা!
এলাকাবাসী জানান, সালেহা বেগম সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকতেন। কখনো নিজের প্রয়োজন মেটাতে কিংবা চিকিৎসার জন্যও টাকা খরচ করতেন না। দীর্ঘদিন অসুস্থ থাকা এই নারীর কাছে গত ৯ অক্টোবর জমানো তিন বস্তা টাকা পাওয়া যায়। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জমানো টাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ ভর্তি করা হয়। দুইদিন পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর সিরাজগঞ্জ শহরের মাছুমপুর নতুনপাড়ায় সালেহা বেগমের বসতঘর থেকে দুইদিনের ব্যবধানে তিন বস্তা টাকা উদ্ধার করেন এলাকবাসী। সেখানে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। সেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।
ঢাকা/অদিত্য/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স র জগঞ জ
এছাড়াও পড়ুন:
আমি কোনো দিন বলিনি ‘শিখছি’: লিটন
বাংলাদেশ ক্রিকেটে একটা শব্দ এখন প্রায় প্রবাদে পরিণত—‘আমরা শিখছি’।
হারলেই ক্রিকেটারদের মুখে শোনা যায় এ শেখার কথা। প্রশ্ন উঠেছে বারবার—টেস্ট খেলতে শুরু করার ২৫ বছর পরও শেখা কি শেষ হলো না? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে হাসিঠাট্টা।
তবে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ‘শেখা’ প্রসঙ্গে ভিন্ন সুর শোনা গেল টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। বললেন, ‘আমি তো কোনো দিন বলি নাই (শেখার কথা)। এটার উত্তর আমার কাছে নাই। যদি আমি বলতাম শিখছি বা নতুন কোনো ধারাবাহিকতা তৈরি করতে যেতাম, তাহলে হয়তো এই উত্তর দিতে পারতাম।’
তবে এরপর লিটন বলেছেন, ‘একেকজনের একেক ধরনের চিন্তাভাবনা থাকে (শেখার বিষয়ে)। আমার মনে হয়, বাংলাদেশ দল অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, এখন যেসব খেলোয়াড় খেলছে—আশা করব যে তারা প্রত্যাশার প্রতিদান দেবে।’
সংবাদ সম্মেলনে লিটন দাস। আজ চট্টগ্রামে