যুক্তরাষ্ট্রের চার দশক আগের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি শুল্কবিরোধী বিজ্ঞাপন সম্প্রচার করা হয়েছিল কানাডার অন্টারিওতে। তাতেই বেজায় খেপেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে তিনি কানাডার পণ্যে শুল্ক আরও বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে ‘প্রতারণা’ বলে বর্ণনা করেছেন। ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের আগে ওই বিজ্ঞাপন প্রচার বন্ধ না করায় তিনি কানাডীয় কর্মকর্তাদের তীব্র সমালোচনাও করেন।

ট্রাম্প লেখেন, ‘তাদের তথ্যের মারাত্মক ভুল উপস্থাপনা এবং শত্রুভাবাপন্ন কাজের কারণে আমি কানাডার ওপর বর্তমানে যে শুল্ক আছে, তার সঙ্গে আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করছি।’

ওই বিজ্ঞাপনের কারণে গত বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন।

পরদিন অন্টারিওর প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) ডাগ ফোর্ড সাংবাদিকদের বলেছিলেন, তিনি তাঁর প্রদেশে যুক্তরাষ্ট্রের শুল্কবিরোধী বিজ্ঞাপনের প্রচার স্থগিত রাখবেন। বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছিলেন।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের উদ্যোগ নেন। ট্রাম্পের ওই উদ্যোগের পর জি–৭ ভুক্ত একমাত্র দেশ কানাডা, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত শুল্ক বিষয়ে কোনো চুক্তিতে উপনীত হতে পারেনি।

তবে ডাগ ফোর্ড এ–ও বলেছিলেন, বিজ্ঞাপনটি সপ্তাহান্তে চলবে। এমনকি ওয়ার্ল্ড সিরিজের খেলার সময়ও সেটি প্রচার করা হবে।

ট্রাম্প শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়া পর কানাডার যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যবিষয়ক মন্ত্রী ডমিনিক ল্যাবলাং বলেন, ‘গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তার ওপর ভিত্তি করে সামনে অগ্রসর হতে আমরা প্রস্তুত আছি।’

অন্টারিওতে শুল্কবিরোধী যে বিজ্ঞাপন সম্প্রচার করা হয়, সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে এভাবে বক্তব্য দিতে দেখা যায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র র ওপর

এছাড়াও পড়ুন:

লটারির পুরস্কার যখন পিকাসোর চিত্রকর্ম

পাবলো পিকাসোর চিত্রকর্মের বিশ্বজোড়া কদর। দামও আকাশছোঁয়া। সে জন্যই হয়তো শিল্পপ্রেমীদের অনেকেই পিকাসোর চিত্রকর্ম নিজের সংগ্রহে রাখার কথা কল্পনাও করতে পারেন না। তাঁদের জন্য বড় সুযোগ হতে পারে ফ্রান্সের একটি দাতব্য সংস্থার লটারি। ১০০ ইউরোর লটারির টিকিট কিনে মিলতে পারে পিকাসোর একটি চিত্রকর্ম।

এই লটারির টিকিট পাওয়া যাবে ‘ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকম’ নামের একটি ওয়েবসাইটে। এর উদ্দেশ্য মহৎ। মোট ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রির অর্থ যাবে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায়। আগামী বছরের ১৪ এপ্রিল নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির প্যারিস কার্যালয়ে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পিকাসোর ওই চিত্রকর্মে ‘ডোরা মার’ নামের এক নারীকে আঁকা হয়েছে। তিনি পিকাসোর একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৪১ সালে আঁকা চিত্রকর্মটির শিরোনাম ‘তেত দ্য ফাম’। বাংলায় এর অর্থ হচ্ছে ‘নারীর মাথা’। কাগজের ওপর গোয়াশ রঙে আঁকা চিত্রকর্মটির উচ্চতা ১৫ দশমিক ৩ ইঞ্চি। চিত্রকর্মটির বর্তমান বাজারদর ১০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকমে এমন লটারির আয়োজন করা হয়েছিল। প্রথমটি ২০১৩ সালে। সেবার লেবাননের তায়ার শহর রক্ষায় ৪৮ লাখ ইউরোর তহবিল জোগাড় করা হয়েছিল। আর পরেরবার ২০২০ সালে আফ্রিকায় পানির উৎস ও পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য তোলা হয়েছিল ৫১ লাখ ইউরো। ওই দুবারও কিন্তু পুরস্কার ছিল পিকাসোর দুটি চিত্রকর্ম।

সম্পর্কিত নিবন্ধ