নারায়ণগঞ্জে কারখানার গ্যাস মিটার রুমে বিস্ফোরণে দগ্ধ ৬
Published: 26th, October 2025 GMT
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের দুটি পোশাক কারখানার যৌথ ‘গ্যাস মিটার রুমে’ বিস্ফোরণের পর আগুনে অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে বিসিকের এমএস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড এবং ফেয়ার অ্যাপারেলস লিমিটেড কারখানা ভবনের মাঝখানে অবস্থিত যৌথ মিটার রুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিসিক স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন আল-আমিন (৩০), মো.
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে দগ্ধ ছয়জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। নাজমুল হুদার শরীরের ২৮ শতাংশ, জালাল মোল্লার ১৪ শতাংশ, আজিজুল্লাহর ৯ শতাংশ, সেলিমের ১০ শতাংশ, আল-আমিনের ১৭ শতাংশ এবং নূর মোহাম্মদের ২ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে নাজমুল ও আল-আমিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
দগ্ধ শ্রমিক মো. সেলিম বলেন, ‘সকালে কারখানার নিচতলায় তিতাস গ্যাসের মিটার কক্ষে কাজ করার সময় গ্যাসলাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আমরা ছয়জন দগ্ধ হই। পরে কারখানার অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘এমএস ডাই অ্যান্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের কিছুই জানায়নি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সোনারগায়ে এবি পার্টির গণসংযোগ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে এবি (আমার বাংলাদেশ) পার্টির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম সোনারগাঁওয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) মোগরাপাড়া বাজার, বৈদ্যের বাজার ইউনিয়ন, বারদী ইউনিয়ন ও নোয়াগাঁও ইউনিয়নে লিফলেট বিতরণ, লিফলেট টাঙানো ও গণসংযোগ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুব পার্টির সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, সহকারী সদস্য সচিব তরিকুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সমন্বয়ক ফরহাদ হোসেন প্রমূখ।
আরিফুল ইসলাম বলেন, গণসংযোগের সময় মানুষের মাঝে উৎফুল্ল পরিবেশ তৈরি হয়েছিল। মানুষ আমাদেরকে খুব সহজভাবে গ্রহণ করছিল এবং তারা আমাদেরকে কথা দিয়েছে তারা এবি পার্টিতে ভোট দিবেন।
প্রতিটা জায়গায় মানুষের মাঝে একটা উৎসুক পরিবেশ তৈরি হয়েছে। মানুষ এবি পার্টিকে খুব সাদরে গ্রহণ করছে, আমরা প্রচারণা পরিচালনা করতে গিয়ে খুবই আনন্দিত হচ্ছি। ইনশাআল্লাহ আমরা আরো এগিয়ে যাবো।