ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৫ সদস্যের এ কমিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েক আহ্বায়ক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান সাদী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আরো পড়ুন:
বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আয়াকে প্রধান শিক্ষকের হুমকি, থানায় অভিযোগ
রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক অনুষ্ঠানে ইউটিএলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো.
লিখিত বক্তব্যে ইউটিএলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন বলেন, “১৯৪৭-এর আজাদী, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ইউটিএল এক সুনির্দিষ্ট ভিশন নিয়ে আত্মপ্রকাশ করেছে। সংগঠনের লক্ষ্য একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা, যা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধের মানদণ্ড অনুসরণ করে।”
সদস্যপদ প্রসঙ্গে তিনি বলেন, “সংগঠনটি পাঁচটি মূল নীতিতে কাজ করবে—একাডেমিক উৎকর্ষতা, আত্মমর্যাদা, জাতীয় প্রতিশ্রুতি, ধর্মীয় সহনশীলতা এবং সমষ্টিগত দায়িত্ব। বাংলাদেশের যেকোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি ইউটিএলের মূলনীতি, ভিশন ও মিশনের সঙ্গে একমত, তিনি সদস্য হতে পারবেন।”
ধর্মীয় বিশ্বাস প্রসঙ্গে তিনি আরো বলেন, “ইউটিএল বাংলাদেশি জাতীয়তাবাদ ও মুসলিম জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন। এটি মধ্যপন্থি, ডানপন্থি ও ইসলামপন্থিদের সংগঠন। ধর্মবিশ্বাসী যেকোনো ধর্মের মানুষ ইউটিএলের সদস্য হতে পারেন, তবে যারা নিজেদের সেক্যুলার বা ধর্মহীন পরিচয়ে পরিচিত করেন, তারা আমাদের সদস্য হতে পারেন না।”
ডাকসু নির্বাচন প্রসঙ্গে ইউটিএলের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস বলেন, “ইউটিএল সব সময় সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন চায়। ভোটের দিন আমরা কেন্দ্র পর্যবেক্ষণ করেছি এবং আসন্ন জবি ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব, ইনশাআল্লাহ।”
নতুন কমিটিতে অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ (ইসলামী স্টাডিজ) ও অধ্যাপক ড. তারেক মুহাম্মদ শামছুল আরেফীন (অর্থনীতি) যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। যুগ্ম-সদস্য সচিব হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন।
দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুস সালামকে কোষাধ্যক্ষসহ কমিটিতে আরো নয়জন শিক্ষককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউটিএলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম প্রমুখ।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সদস য হ স গঠন
এছাড়াও পড়ুন:
সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায় ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকদের মধ্যে ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।
সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য অন্য কোনো প্রার্থী না থাকায় সিএসইর নির্বাচন কমিটি গত ২৭ নভেম্বর লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে ঘোষণা করেন।
ঢাকা/এনটি/রাসেল