কানাডার উপর মার্কিন শুল্ক ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার একটি অঙ্গরাজ্যের অর্থায়নে থৈরি করা শুল্কবিরোধী বিজ্ঞাপনের প্রতিশোধ নিতে এই শুল্ক আরোপ করেছেন তিনি। রবিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

চলতি মাসে কানাডার অন্টারিও প্রদেশের সরকারের অর্থায়ন করা শুল্কবিরোধী বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে। ১৯৮৭ সালের ওই বক্তৃতায় রিগ্যান বলেছিলেন, “বাণিজ্যিক বাধা প্রতিটি আমেরিকান কর্মীকে আঘাত করে।” এই বিজ্ঞাপনের জের ধরে ট্রাম্প গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছিলেন।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, “তথ্যের গুরুতর ভুল উপস্থাপন এবং শত্রুতামূলক আচরণের কারণে, আমি কানাডার উপর শুল্ক ১০ শতাংশ বৃদ্ধি করছি।”

বিজ্ঞাপনটিকে ‘প্রতারণা’ বলে অভিযুক্ত করে ট্রাম্প বলেছেন,  এর ‘একমাত্র উদ্দেশ্য’ হল ‘কানাডার আশা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাদের শুল্ক উদ্ধার করবে’  যা তারা বছরের পর বছর ধরে ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্থ করার জন্য ব্যবহার করে আসছে।’

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “এখন মার্কিন যুক্তরাষ্ট্র অতি- অহংকারী কানাডিয়ান শুল্কের (এবং বিশ্বের অন্যান্য দেশগুলোরও!) বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে সক্ষম।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

লটারির পুরস্কার যখন পিকাসোর চিত্রকর্ম

পাবলো পিকাসোর চিত্রকর্মের বিশ্বজোড়া কদর। দামও আকাশছোঁয়া। সে জন্যই হয়তো শিল্পপ্রেমীদের অনেকেই পিকাসোর চিত্রকর্ম নিজের সংগ্রহে রাখার কথা কল্পনাও করতে পারেন না। তাঁদের জন্য বড় সুযোগ হতে পারে ফ্রান্সের একটি দাতব্য সংস্থার লটারি। ১০০ ইউরোর লটারির টিকিট কিনে মিলতে পারে পিকাসোর একটি চিত্রকর্ম।

এই লটারির টিকিট পাওয়া যাবে ‘ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকম’ নামের একটি ওয়েবসাইটে। এর উদ্দেশ্য মহৎ। মোট ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রির অর্থ যাবে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায়। আগামী বছরের ১৪ এপ্রিল নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির প্যারিস কার্যালয়ে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পিকাসোর ওই চিত্রকর্মে ‘ডোরা মার’ নামের এক নারীকে আঁকা হয়েছে। তিনি পিকাসোর একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৪১ সালে আঁকা চিত্রকর্মটির শিরোনাম ‘তেত দ্য ফাম’। বাংলায় এর অর্থ হচ্ছে ‘নারীর মাথা’। কাগজের ওপর গোয়াশ রঙে আঁকা চিত্রকর্মটির উচ্চতা ১৫ দশমিক ৩ ইঞ্চি। চিত্রকর্মটির বর্তমান বাজারদর ১০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকমে এমন লটারির আয়োজন করা হয়েছিল। প্রথমটি ২০১৩ সালে। সেবার লেবাননের তায়ার শহর রক্ষায় ৪৮ লাখ ইউরোর তহবিল জোগাড় করা হয়েছিল। আর পরেরবার ২০২০ সালে আফ্রিকায় পানির উৎস ও পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য তোলা হয়েছিল ৫১ লাখ ইউরো। ওই দুবারও কিন্তু পুরস্কার ছিল পিকাসোর দুটি চিত্রকর্ম।

সম্পর্কিত নিবন্ধ