কানাডার ওপর শুল্ক ১০ শতাংশ বাড়ালেন ট্রাম্প
Published: 26th, October 2025 GMT
কানাডার উপর মার্কিন শুল্ক ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার একটি অঙ্গরাজ্যের অর্থায়নে থৈরি করা শুল্কবিরোধী বিজ্ঞাপনের প্রতিশোধ নিতে এই শুল্ক আরোপ করেছেন তিনি। রবিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
চলতি মাসে কানাডার অন্টারিও প্রদেশের সরকারের অর্থায়ন করা শুল্কবিরোধী বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে। ১৯৮৭ সালের ওই বক্তৃতায় রিগ্যান বলেছিলেন, “বাণিজ্যিক বাধা প্রতিটি আমেরিকান কর্মীকে আঘাত করে।” এই বিজ্ঞাপনের জের ধরে ট্রাম্প গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছিলেন।
শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, “তথ্যের গুরুতর ভুল উপস্থাপন এবং শত্রুতামূলক আচরণের কারণে, আমি কানাডার উপর শুল্ক ১০ শতাংশ বৃদ্ধি করছি।”
বিজ্ঞাপনটিকে ‘প্রতারণা’ বলে অভিযুক্ত করে ট্রাম্প বলেছেন, এর ‘একমাত্র উদ্দেশ্য’ হল ‘কানাডার আশা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাদের শুল্ক উদ্ধার করবে’ যা তারা বছরের পর বছর ধরে ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্থ করার জন্য ব্যবহার করে আসছে।’
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “এখন মার্কিন যুক্তরাষ্ট্র অতি- অহংকারী কানাডিয়ান শুল্কের (এবং বিশ্বের অন্যান্য দেশগুলোরও!) বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে সক্ষম।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেরোবিসাসের বর্ষসেরা ভিডিও রিপোর্টার রাইজিংবিডির সাজ্জাদ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) বর্ষসেরা ভিডিও রিপোর্টার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের সংবাদদাতা মো. সাজ্জাদুর রহমান। তিনি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য।
রবিবার (২৬ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে তাকে বর্ষসেরা ভিডিও রিপোর্টার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আরো পড়ুন:
বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বেরোবি শিক্ষার্থীদের
স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী।
তিন ক্যাটাগরিতে মোট ছয়জনকে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে বেরোবিসাস। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত গত ১ বছরে সমিতির সদস্যদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হয়।
ফিচার সাংবাদিকতায় দুইজন, অনুসন্ধানী সংবাদিকতায় দুইজন এবং ভিডিওতে আরো একজন বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণার প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
এর আগে, সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালি হয়।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী