আদালতপাড়ায় বিচারপ্রার্থী ও তার পরিবারের ওপর হামলা
Published: 26th, October 2025 GMT
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিচারপ্রার্থী ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে জুনিয়র কয়েকজন আইনজীবী। রোববার দুপুরে আদালতপাড়ায় ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলায় আহত রাজিয়া সুলতানা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে সাখাওয়াত হোসেন খান, ইসমাইল, হিরণ, শাহআলম, টিটু, রাসেল বেপারী সহ ১২ জনকে অজ্ঞাত বিবাদী করা হয়েছে।
সুলতানা অভিযোগ করেন, জনৈক ইসমাইলের কাছে তার স্বামী ২৫ লক্ষ টাকা পায়। গত এক বছর যাবৎ তারা টাকা না দিয়ে টালবাহানা করছে। এ ঘটনায় তারা একটি মামলা দায়ের করেন আদালতে। আজ রোববার আদালতে মামলার শুনানি ছিল।
তিনি ও তার স্বামী ইরফান মিয়া আদালতের ভেতরে পৌছালে বিবাদীরা তাকে ও তার স্বামীর ওপর হামরা চালায়। এরোপাথারী মারধর করে রক্তাক্ত জখম করে। এসময় মা-বাবাকে রক্ষায় ছেলে জিদান (১৭) ও আব্দুল্লা (৫) এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়।
এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আমরা অভিযোগটি পেয়েছি। তদন্ত শেষে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
লটারির পুরস্কার যখন পিকাসোর চিত্রকর্ম
পাবলো পিকাসোর চিত্রকর্মের বিশ্বজোড়া কদর। দামও আকাশছোঁয়া। সে জন্যই হয়তো শিল্পপ্রেমীদের অনেকেই পিকাসোর চিত্রকর্ম নিজের সংগ্রহে রাখার কথা কল্পনাও করতে পারেন না। তাঁদের জন্য বড় সুযোগ হতে পারে ফ্রান্সের একটি দাতব্য সংস্থার লটারি। ১০০ ইউরোর লটারির টিকিট কিনে মিলতে পারে পিকাসোর একটি চিত্রকর্ম।
এই লটারির টিকিট পাওয়া যাবে ‘ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকম’ নামের একটি ওয়েবসাইটে। এর উদ্দেশ্য মহৎ। মোট ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রির অর্থ যাবে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায়। আগামী বছরের ১৪ এপ্রিল নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির প্যারিস কার্যালয়ে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পিকাসোর ওই চিত্রকর্মে ‘ডোরা মার’ নামের এক নারীকে আঁকা হয়েছে। তিনি পিকাসোর একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৪১ সালে আঁকা চিত্রকর্মটির শিরোনাম ‘তেত দ্য ফাম’। বাংলায় এর অর্থ হচ্ছে ‘নারীর মাথা’। কাগজের ওপর গোয়াশ রঙে আঁকা চিত্রকর্মটির উচ্চতা ১৫ দশমিক ৩ ইঞ্চি। চিত্রকর্মটির বর্তমান বাজারদর ১০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকমে এমন লটারির আয়োজন করা হয়েছিল। প্রথমটি ২০১৩ সালে। সেবার লেবাননের তায়ার শহর রক্ষায় ৪৮ লাখ ইউরোর তহবিল জোগাড় করা হয়েছিল। আর পরেরবার ২০২০ সালে আফ্রিকায় পানির উৎস ও পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য তোলা হয়েছিল ৫১ লাখ ইউরো। ওই দুবারও কিন্তু পুরস্কার ছিল পিকাসোর দুটি চিত্রকর্ম।