বন্দরে শিল্পপতি বাবুলের পক্ষে লিফলেট বিতরণ
Published: 26th, October 2025 GMT
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে তার ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টায় নবীগঞ্জ বাস স্ট্যান্ড, কুশিয়ারা, সুতারপাড়া, কুশিয়ারা পূর্বপাড়া ও তিনগাঁও এলাকায় লিফলেট বিতরণ, জনসংযোগ ও পথসভা করেন।
পথসভায় তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্পর্কে সবাইকে অবগত করেন এবং তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকার আহ্বান জানান।
এসময় জহির আহমেদ সোহেল বলেন, ৩১ দফা বাস্তবায়ন কারো একার পক্ষে সম্ভব নয়। আমাদের কাজ হচ্ছে ৩১ দফার বার্তাগুলো সমাজের সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দেয়া এবং সকলের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে তা বাস্তবে রূপান্তর করা।
আবু জাফর আহমেদ বাবুল এই বার্তা ছড়িয়ে দেয়ার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন। আপনারা সর্বদা তার জন্য দোয়া করবেন।‘
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করে বিএনপির পক্ষে অনেক সাড়া পাচ্ছি, বাবুল ভাই আমার বড় ভাই, তাকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দেন অবশ্যই আমরা জয়লাভ করবো, ইনশাআল্লাহ।
গণসংযোগের এক পর্যায়ে তিনি জুলাই যোদ্ধা শহীদ স্বজলের বাবা জাকির আহমেদের সাথে সাক্ষাৎ করেন ও পরিবারের খোঁজখবর নেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র আহম দ ব এনপ
এছাড়াও পড়ুন:
লটারির পুরস্কার যখন পিকাসোর চিত্রকর্ম
পাবলো পিকাসোর চিত্রকর্মের বিশ্বজোড়া কদর। দামও আকাশছোঁয়া। সে জন্যই হয়তো শিল্পপ্রেমীদের অনেকেই পিকাসোর চিত্রকর্ম নিজের সংগ্রহে রাখার কথা কল্পনাও করতে পারেন না। তাঁদের জন্য বড় সুযোগ হতে পারে ফ্রান্সের একটি দাতব্য সংস্থার লটারি। ১০০ ইউরোর লটারির টিকিট কিনে মিলতে পারে পিকাসোর একটি চিত্রকর্ম।
এই লটারির টিকিট পাওয়া যাবে ‘ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকম’ নামের একটি ওয়েবসাইটে। এর উদ্দেশ্য মহৎ। মোট ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রির অর্থ যাবে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায়। আগামী বছরের ১৪ এপ্রিল নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির প্যারিস কার্যালয়ে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পিকাসোর ওই চিত্রকর্মে ‘ডোরা মার’ নামের এক নারীকে আঁকা হয়েছে। তিনি পিকাসোর একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৪১ সালে আঁকা চিত্রকর্মটির শিরোনাম ‘তেত দ্য ফাম’। বাংলায় এর অর্থ হচ্ছে ‘নারীর মাথা’। কাগজের ওপর গোয়াশ রঙে আঁকা চিত্রকর্মটির উচ্চতা ১৫ দশমিক ৩ ইঞ্চি। চিত্রকর্মটির বর্তমান বাজারদর ১০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকমে এমন লটারির আয়োজন করা হয়েছিল। প্রথমটি ২০১৩ সালে। সেবার লেবাননের তায়ার শহর রক্ষায় ৪৮ লাখ ইউরোর তহবিল জোগাড় করা হয়েছিল। আর পরেরবার ২০২০ সালে আফ্রিকায় পানির উৎস ও পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য তোলা হয়েছিল ৫১ লাখ ইউরো। ওই দুবারও কিন্তু পুরস্কার ছিল পিকাসোর দুটি চিত্রকর্ম।