আরও এক পয়েন্ট পেয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ রবিবার (২৬ অক্টোবর) নাবি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু দফায় দফায় বৃষ্টির কারণে ম্যাচটি প্রথমে ৪৩, এরপর ২৭ ওভারে নেমে আসে।

সেখানে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। ভারত জবাব দিতে নেমে ৮.

৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলার পর আবারও বৃষ্টি নামে। শেষ পর্যন্ত এই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। তাতে শেষ ম্যাচে হার এড়িয়ে আরও এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে উপরে উঠেছে বাংলাদেশ।

আরো পড়ুন:

‘সমস্যা কিছু না কিছু থাকবেই, দুটো আলাদা দেশ তো’

ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: পররাষ্ট্র উপদেষ্টা

৭ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে পাকিস্তান নেমে গেছে তলানিতে। নিউ জিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, শ্রীলঙ্কা ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ভারত ৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের স্মৃতি মান্ধানা ও আমানজোত কৌর অবিচ্ছিন্ন থেকে ৫৭ রান করেন। মান্ধানা ৬ চারে ৩৪ ও আমানজোত ২ চারে করেন ১৫ রান।

তার আগে বাংলাদেশের ইনিংসে শারমিন আক্তার ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন। ৪টি চারে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। সোবহানা মোস্তারি ৪ চারে করে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। এছাড়া রুবাইয়া হায়দার ঝিলিক ১৩ ও রিতু মনি করেন ১১ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছোঁয়ার সুযোগ পাননি।

বল হাতে ভারতের রাধা যাদব ৬ ওভারে ৩০ রানে ৩টি উইকেট নেন। শ্রী চরণী ৬ ওভারে ২৩ রানে নেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

লটারির পুরস্কার যখন পিকাসোর চিত্রকর্ম

পাবলো পিকাসোর চিত্রকর্মের বিশ্বজোড়া কদর। দামও আকাশছোঁয়া। সে জন্যই হয়তো শিল্পপ্রেমীদের অনেকেই পিকাসোর চিত্রকর্ম নিজের সংগ্রহে রাখার কথা কল্পনাও করতে পারেন না। তাঁদের জন্য বড় সুযোগ হতে পারে ফ্রান্সের একটি দাতব্য সংস্থার লটারি। ১০০ ইউরোর লটারির টিকিট কিনে মিলতে পারে পিকাসোর একটি চিত্রকর্ম।

এই লটারির টিকিট পাওয়া যাবে ‘ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকম’ নামের একটি ওয়েবসাইটে। এর উদ্দেশ্য মহৎ। মোট ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রির অর্থ যাবে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায়। আগামী বছরের ১৪ এপ্রিল নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির প্যারিস কার্যালয়ে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পিকাসোর ওই চিত্রকর্মে ‘ডোরা মার’ নামের এক নারীকে আঁকা হয়েছে। তিনি পিকাসোর একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৪১ সালে আঁকা চিত্রকর্মটির শিরোনাম ‘তেত দ্য ফাম’। বাংলায় এর অর্থ হচ্ছে ‘নারীর মাথা’। কাগজের ওপর গোয়াশ রঙে আঁকা চিত্রকর্মটির উচ্চতা ১৫ দশমিক ৩ ইঞ্চি। চিত্রকর্মটির বর্তমান বাজারদর ১০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকমে এমন লটারির আয়োজন করা হয়েছিল। প্রথমটি ২০১৩ সালে। সেবার লেবাননের তায়ার শহর রক্ষায় ৪৮ লাখ ইউরোর তহবিল জোগাড় করা হয়েছিল। আর পরেরবার ২০২০ সালে আফ্রিকায় পানির উৎস ও পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য তোলা হয়েছিল ৫১ লাখ ইউরো। ওই দুবারও কিন্তু পুরস্কার ছিল পিকাসোর দুটি চিত্রকর্ম।

সম্পর্কিত নিবন্ধ