বৃষ্টির বদৌলতে আরও ‘এক পয়েন্ট’ পেল বাংলাদেশ
Published: 26th, October 2025 GMT
আরও এক পয়েন্ট পেয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ রবিবার (২৬ অক্টোবর) নাবি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু দফায় দফায় বৃষ্টির কারণে ম্যাচটি প্রথমে ৪৩, এরপর ২৭ ওভারে নেমে আসে।
সেখানে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। ভারত জবাব দিতে নেমে ৮.
আরো পড়ুন:
‘সমস্যা কিছু না কিছু থাকবেই, দুটো আলাদা দেশ তো’
ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: পররাষ্ট্র উপদেষ্টা
৭ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে পাকিস্তান নেমে গেছে তলানিতে। নিউ জিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, শ্রীলঙ্কা ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ভারত ৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের স্মৃতি মান্ধানা ও আমানজোত কৌর অবিচ্ছিন্ন থেকে ৫৭ রান করেন। মান্ধানা ৬ চারে ৩৪ ও আমানজোত ২ চারে করেন ১৫ রান।
তার আগে বাংলাদেশের ইনিংসে শারমিন আক্তার ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন। ৪টি চারে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। সোবহানা মোস্তারি ৪ চারে করে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। এছাড়া রুবাইয়া হায়দার ঝিলিক ১৩ ও রিতু মনি করেন ১১ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছোঁয়ার সুযোগ পাননি।
বল হাতে ভারতের রাধা যাদব ৬ ওভারে ৩০ রানে ৩টি উইকেট নেন। শ্রী চরণী ৬ ওভারে ২৩ রানে নেন ২টি উইকেট।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সম্পর্কোন্নয়নের ইঙ্গিত দিয়ে আবারও ভারত-চীন সরাসরি ফ্লাইট চালু
পাঁচ বছর বন্ধ থাকার পর রোববার থেকে ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। এটি দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে একটি প্রতীকী পদক্ষেপ। দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে এ পদক্ষেপ জরুরি।
ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো স্থানীয় সময় রাত ১০টায় কলকাতা থেকে গুয়াংঝুতে প্রথম দৈনিক ফ্লাইটটি পরিচালনা করে। ভারত ও হংকংয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট চলছে। আর রাজধানী নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝুর অতিরিক্ত ফ্লাইট নভেম্বর থেকে চালু হবে।
আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিশ্বের দুই জনবহুল দেশ ভারত ও চীন একে অপরের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালে দুই দেশের সেনাসদস্যদের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে সম্প্রতি দুই দেশের মধ্যকার সম্পর্ক উষ্ণ হতে শুরু করে।
ভারত সরকার বলেছে, নতুন করে ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত মস্কোর তেল কিনে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ চালাতে সাহায্য করছে। এ নিয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। আর এমন প্রেক্ষাপটে দিল্লি-বেইজিং সম্পর্ক উষ্ণ হতে শুরু করে।
আরও পড়ুনভারত-চীন কাছাকাছি এলে যুক্তরাষ্ট্র কি এশিয়ায় ধাক্কা খাবে২৪ আগস্ট ২০২৫চীনের সঙ্গের ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর শহর কলকাতার সম্পর্কটা কয়েক শতাব্দী পুরোনো। অর্থাৎ ব্রিটিশ শাসনের সময় থেকেই দুই পক্ষের সম্পর্ক আছে। ওই সময় চীনা ব্যবসায়ীরা বাণিজ্য করতে কলকাতায় যেতেন।
কলকাতার চায়না টাউন এলাকার সামাজিক সংগঠনের নেতা চেন খোই কুই বলেন, ‘আমাদের মতো যেসব মানুষের চীনে আত্মীয়স্বজন আছে, তাদের জন্য এটা দারুণ খবর। আকাশপথের এ যোগাযোগ দুই দেশের বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণকে আরও এগিয়ে নেবে।’
আরও পড়ুনভারত কি চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে১০ জুলাই ২০২৫