পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
Published: 27th, October 2025 GMT
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ‘‘স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটলেও দেশে এখনো প্রকৃত গণতন্ত্র ও সুশাসন ফিরে আসেনি। দেশের মানুষ আর একদলীয় শাসন দেখতে চায় না।’’
আরো পড়ুন:
লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার আশঙ্কা মুফতি রেজাউল করীমের
মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের দাবি ইমামদের
তারা বলেন, ‘‘আগামীর বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের বিকল্প নেই। তাই আগামী নভেম্বরের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে করতে হবে।’’
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলার সভাপতি মাওলানা মুরশিদ আলম ফারুকী, মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, জেলা সেক্রেটারি তারিক উদ্দিন, জেলা সহ-সভাপতি মুফতি আরিফুল ইসলাম, মহানগর সহ-সভাপতি ফয়সাল হোসেন মনি, ইসলামিক শ্রমিক আন্দোলন জেলা শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা সভাপতি আবুল বাশার প্রমুখ।
ঢাকা/কেয়া/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায় ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকদের মধ্যে ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।
সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য অন্য কোনো প্রার্থী না থাকায় সিএসইর নির্বাচন কমিটি গত ২৭ নভেম্বর লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে ঘোষণা করেন।
ঢাকা/এনটি/রাসেল