বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) কার্যালয়ে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার সাঁটিয়ে দিয়েছে একদল শিক্ষার্থী।

রবিবার (২৬ অক্টোবর) রাতে ২৭ বছরে ধরে অকার্যকর থাকা এবং ছাত্র সংসদ নির্বাচনের কোনো অগ্রগতি না দেখে তারা বাকসু ভবনে ওই ব্যানার সাঁটিয়ে দেন।

আরো পড়ুন:

টিউশনিতে গিয়ে শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, অভিযুক্ত পলাতক

রাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু.

বিচার দাবিতে বিক্ষোভ

শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রূপায়ন ভূঁইয়া বলেন, “আমিসহ আমার বন্ধুরা মিলে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ব্যানারটি লাগিয়েছি।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা করতে পারা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের মৌলিক অধিকার। সে জায়গা থেকে দেখা যায়, শিক্ষার্থীদের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার থেকে আমরা দীর্ঘ ২৭ বছর ধরে বঞ্চিত। আমরা চাই, ছাত্র সংসদ তথা বাকসুর মাধ্যমে আমাদের অধিকার ফিরে আসুক। যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এবং স্বপ্ন দেখাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে।” 

তিনি আরো বলেন, “সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন হয়েছে, তারপর থেকে আজ দীর্ঘ ২৭ বছর অচল অবস্থা। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দলীয় সরকার ক্ষমতায় এসেছে, তাদের প্রশাসন সারাদেশের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। কারণ তারা ছাত্রদের অ্যাক্টিভিটিসকে ভয় পায়।  এখনো বাকৃবিতে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, যেন বাকসু না হয়। কারণ তারা এতে মনে করে, তাদের দলীয় আধিপত্য কমে যাবে। আমাদের দাবি, অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে।”

স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) দীর্ঘ ২৭ বছর ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও এরপর আর কোনো নির্বাচন হয়নি।

ঢাকা/লিখন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ২৭ বছর

এছাড়াও পড়ুন:

ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ

কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।

বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।

মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ