দুপুর ১২টা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার সামনে পুলিশের সতর্ক পাহারা। দুজন পুলিশ কনস্টেবল সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হাজতখানার ভেতর থেকে হাত ধরে বের করে আনেন। তখন দেখা যায়, ইনুর মাথায় পুলিশের হেলমেট আর বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। হাজতখানার সামনে কিছুক্ষণ ইনু দাঁড়িয়ে থাকেন। তাঁর সামনে দাঁড়িয়ে থাকা স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে হাজতখানা থেকে হাঁটিয়ে আদালত প্রাঙ্গণে রাখা প্রিজন ভ্যানের কাছে নিয়ে যান।

ইনুর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। প্রিজন ভ্যানের ভেতরে ঢোকানোর পর তাঁর মাথা থেকে হেলমেট খুলে ফেলেন পুলিশ সদস্যরা। দুই হাতের হাতকড়াও তাঁরা খুলে দেন।

এ সময় হাসানুল হক ইনু প্রিজন ভ্যানের ভেতরে রাখা লোহার বেঞ্চের ওপর দাঁড়ান। প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে তিনি তাঁর আত্মীয়স্বজন ও নেতা–কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশ সদস্য হাসানুল হক ইনুকে দাঁড়িয়ে না থেকে বেঞ্চে বসার অনুরোধ করেন। ইনুর উদ্দেশে এক পুলিশ সদস্য বলেন, ‘স্যার, আপনি দাঁড়িয়ে থেকে কথা বলতে পারবেন না।’

পুলিশ সদস্যের এ কথা শুনে ইনু বলতে থাকেন, ‘আমি দাঁড়িয়ে থাকব। আমি দাঁড়িয়ে থাকতে পারব না, কথা বলতে পারব না—এটা আইনে নেই। আপনারা আপনাদের কাজ করেন।’

তখন ওই পুলিশ সদস্য ইনুর উদ্দেশে বলেন, ‘স্যার, আপনার নিরাপত্তার জন্য বলছি, আপনি দাঁড়িয়ে থাকবেন না।’

হাসানুল হক ইনুকে প্রিজন ভ্যানে তোলার পর দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া খুলে ফেলেন পুলিশ সদস্যরা। আজ সোমবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র জন ভ য ন র প ল শ সদস য ন র ভ তর হ জতখ ন র স মন প রব ন

এছাড়াও পড়ুন:

সাভারে হত্যা মামলায় গ্রেপ্তার ২

ঢাকার সাভারে জমি নিয়ে বিরোধের জেরে আবু সাঈদ নামে একজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ অক্টোবর) রাতে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি মো. জালাল উদ্দিন। 

আরো পড়ুন:

বগুড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

বিআরডিবির হিসাবরক্ষক আনিছুর গ্রেপ্তার

এর আগে, ভোররাত ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার খালেদ মৃধাপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের বেড়াইদ এলাকার আলিজানের ছেলে কালাম (৩৫) ও মৃত মতি মিয়ার ছেলে সোলেমান (৪৫)।

গত ২২ অক্টোবর উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেনকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত নিবন্ধ