নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা রেলওয়ের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় সচিব বলেন, “মেট্রোরেল এরকম স্যাটেলাইট শহর বা ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে বাস্তবায়নের দাবি একেবারেই যৌক্তিক। বিদেশের বহু শহরে রাজধানীর পাশে অবস্থিত শহরগুলোতেও মেট্রোরেল সংযোগ রয়েছে। কাজেই নারায়ণগঞ্জে মেট্রোরেল নিয়ে দাবি যথাযথ।”

তবে বিষয়টি সরাসরি রেলপথ মন্ত্রণালয়ের হাতে নেই জানিয়ে তিনি বলেন, “মেট্রোরেল প্রকল্প বর্তমানে সড়ক ও মহাসড়ক পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন।

আমি এসেছি আপনাদের কথা শুনতে ও দাবি সংশ্লিষ্ট ফোরামে পৌঁছে দিতে। মেট্রোরেল কর্তৃপক্ষ ও আমাদের উপদেষ্টার কাছেও আপনাদের আকুতি তুলে ধরব।”

তিনি আরও জানান, “বর্তমানে নারায়ণগঞ্জে আট জোড়া ট্রেন চলছে। অতিরিক্ত প্রকল্প বাস্তবায়নে আরও এক থেকে দুই বছর সময় লাগবে। তবে শহর ও বন্দরের যাতায়াত সুবিধা বিবেচনায় রেখে ট্রেন পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।”

সভায় রেলওয়ের মহাপরিচালক মো.

আফজাল হোসেন বলেন, রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা স্থানীয় ও অস্থায়ী দোকানপাটের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব মো. নূর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ইসল ম র লওয়

এছাড়াও পড়ুন:

তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু কিট প্রদানের কার্যক্রম চলমান থাকবে : মামুন মাহমুদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। নারায়ণগঞ্জেও এর প্রভাব উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।

খোঁজ নিয়ে জানতে পারি, সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিটের অভাব রয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের দলীয় উদ্যোগে এবং তারেক রহমানের নির্দেশে আমরা এই কিট প্রদান করেছি। এ কার্যক্রম আমাদের চলমান থাকবে।"

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট প্রদানের সময় তিনি এসব কথা বলেন। পরে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসারের হাতে কিটগুলো তুলে দেন।

এ সময় তিনি নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকা তাদের দায়িত্ব বলে উল্লেখ করে বলেন, বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সবাই এগিয়ে এলে জনগণ আরও ভালোভাবে সেবা পাবে।

হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করে মামুন মাহমুদ বলেন, ভবিষ্যতে আমাদের দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।"

কিট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক জেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি ক্ষমতায় এলে নারীর আত্মমর্যাদাকে বৃদ্ধি করবে : রাজিব
  • ট্রিপ্লেক্স বাড়ি, ফ্ল্যাটসহ ২০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক নজরুল ইসলাম
  • প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের শোডাউন
  • গণভোটসহ ৫ দফা দাবিতে শহরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ 
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি ‎
  • নিহত কালামের দাফন, ‘দুই সন্তান নিয়ে কোথায় দাঁড়াব’—স্ত্রীর প্রশ্ন
  • শিল্পপতি বাবুলের উদ্যোগে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফুল ও ফলজ বৃক্ষ রোপন
  • পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আ’লীগ নেতা আবু খায়ের গ্রেপ্তার
  • তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু কিট প্রদানের কার্যক্রম চলমান থাকবে : মামুন মাহমুদ