ঢাকার বারিধারা, গুলশান, বসুন্ধরা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম নিজেই তাঁর বাড়ি, ফ্ল্যাট, জমিসহ বিপুল সম্পদের তথ্য দেন। আজ সোমবার দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দুদক গত বৃহস্পতিবার রাজধানীর বংশাল থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তাঁকে আদালতে নেওয়া হয়। কিন্তু আদালতে গিয়ে তিনি জবানবন্দি দিতে অস্বীকার করেন।

দুদক বলছে, বারিধারায় আট কাঠা জমির ওপর ‘পুতুল হাউস’ নামে একটি ট্রিপ্লেক্স বাড়ি রয়েছে নজরুল ইসলামের, যা বিদেশিদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। গুলশান–১ নম্বর ভাসাবির পেছনে ৩ হাজার ২০০ বর্গফুটের একটি এবং বারিধারা ডিওএইচএসে ২ হাজার ৮৪১ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে। গুলশান–২ নম্বরে পাঁচ কাঠা জমির ওপর দোতলা একটি ভবন রয়েছে।

শুধু রাজধানী নয়, আশপাশের এলাকায়ও নজরুল ইসলামের মালিকানায় একাধিক সম্পত্তির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। তাদের ভাষ্য, নারায়ণগঞ্জের ভূলতা গাউছিয়ায় এম এ খালেক ও আজহার হোসেনের সঙ্গে যৌথভাবে ‘প্রাইম শপ’ নামে ১৮ কোটি টাকার একটি কোম্পানির সম্পদে তাঁর অংশীদারত্ব আছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমি রয়েছে। এভাবে ঢাকা ও এর আশপাশের জেলায় নজরুল ইসলামের দুই শ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে নজরুল ইসলাম বলেন, নজরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ, ফারইস্ট ইসলামী সিকিউরিটিজ, ফারইস্ট ইসলামী প্রোপার্টিজ, সিভিসি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্সসহ একাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। এসব প্রতিষ্ঠানে তাঁর শেয়ারমূল্য ১৫ থেকে ২০ কোটি টাকার সমপরিমাণ।

দুদক বলছে, নজরুল ইসলাম ও তাঁর পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১৫ সালে তিনি ৫ লাখ ৫০ হাজার ডলার যুক্তরাষ্ট্রে পাঠিয়ে ওয়েলিংটনে একটি বাড়ি কেনেন। তার আগের বছর ফারইস্ট ইসলামী লাইফের নামে রাজধানীর তোপখানা রোডে ২০৭ কোটি টাকায় জমি ক্রয়ের সময় ২৮ কোটি টাকা ভাগাভাগি হয়, যার মধ্যে নজরুল ইসলাম পান ৬ কোটি টাকা। তিনি জমি বিক্রেতা আজহার হোসেন খানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাঁর কাছ থেকে নিজের হিসাবে ১০ কোটি টাকা ও স্ত্রীর হিসাবে ৯ কোটি ৫০ লাখ টাকা স্থানান্তর করেন। এই অর্থ বিদেশে পাচার করে নজরুল ইসলাম মানি লন্ডারিং করেছেন বলে তদন্ত কর্মকর্তাদের ধারণা।

লাখ লাখ টাকা খরচ করে নজরুল ইসলাম ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, ঢাকা বোট ক্লাবসহ অন্তত ১৪টি অভিজাত ক্লাবের সদস্য।

আরও পড়ুনফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার২৩ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ রইস ট ইসল ম নজর ল ইসল ম র

এছাড়াও পড়ুন:

পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আ’লীগ নেতা আবু খায়ের গ্রেপ্তার

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য আবু খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দিগুবাবুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আবু খায়ের পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় নাম আসার পর থেকে আবু খায়ের পলাতক ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিগুবাবুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের পর শনিবার রাতে থানায় জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • যুবদলের র‍্যালিতে জোসেফ সাগরের নেতৃত্বে শোডাউন
  • বিএনপি ক্ষমতায় এলে নারীর আত্মমর্যাদাকে বৃদ্ধি করবে : রাজিব
  • প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের শোডাউন
  • গণভোটসহ ৫ দফা দাবিতে শহরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ 
  • নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি যৌক্তিক : রেলওয়ে সচিব
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি ‎
  • নিহত কালামের দাফন, ‘দুই সন্তান নিয়ে কোথায় দাঁড়াব’—স্ত্রীর প্রশ্ন
  • শিল্পপতি বাবুলের উদ্যোগে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফুল ও ফলজ বৃক্ষ রোপন
  • পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আ’লীগ নেতা আবু খায়ের গ্রেপ্তার