বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুবদলের বর্ণাঢ্য র‍্যালীতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে.এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে শোডাউন করেছে নেতাকর্মীরা। 

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত এই বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

এদিন দুপুর ২ টা থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে শহরের মন্ডলপাড়া এলাকায় জড়ো হতে থাকেন। বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল আসতে আসতে এ পর্যায়ে বিশাল জনসমাবেশে পরিণত হয়।

এ সময় ঢাক-ঢোল, ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে চারিপাশ মুখরিত হয়ে উঠে।

সেইসাথে সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হেসেন খান এবং উদ্বোধক হিসেবে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত থেকে  বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করেন।

কে.

এম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক মাসুদ রানা, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি সাগর প্রধান, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তুু ও জুয়েল প্রধান হ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে কে. এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে আমাদের সামনে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। সর্বোচ্চ মেধা দক্ষতা চিন্তার মাধ্যমে আমাদের জনগণের মনকে জয় করতে হবে। ধানের শীষের প্রার্থীকে নিয়ে আমরা আমাদের আসনে বিজয়ী করে আনবো।

অ্যাডভোকেট সাখাওয়াত হেসেন খান বলেন, যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জওয়াব দেয়ার জন্য যুবদলের নেতাকর্মীদের প্রস্তুুত থাকতে হবে।

আক্তারুজ্জামান মৃধার সঞ্চালনায় আরো উপস্থিত বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, জুয়েল রানা, নূর আলম খন্দকার, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, হাজী সাইদ, মনা, আলআমিন,  বাপ্পি শিকদার, মাসুম, সেলিম খন্দকার, নূর আলম খন্দকার, মিজান, দুলাল, মাইনুল, জনি, শরীফ, হারুন প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ ন ত কর ম দ র ন র য়ণগঞ জ য বদল র আম দ র

এছাড়াও পড়ুন:

পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আ’লীগ নেতা আবু খায়ের গ্রেপ্তার

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য আবু খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দিগুবাবুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আবু খায়ের পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় নাম আসার পর থেকে আবু খায়ের পলাতক ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিগুবাবুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের পর শনিবার রাতে থানায় জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি ক্ষমতায় এলে নারীর আত্মমর্যাদাকে বৃদ্ধি করবে : রাজিব
  • ট্রিপ্লেক্স বাড়ি, ফ্ল্যাটসহ ২০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক নজরুল ইসলাম
  • প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের শোডাউন
  • গণভোটসহ ৫ দফা দাবিতে শহরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ 
  • নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি যৌক্তিক : রেলওয়ে সচিব
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি ‎
  • নিহত কালামের দাফন, ‘দুই সন্তান নিয়ে কোথায় দাঁড়াব’—স্ত্রীর প্রশ্ন
  • শিল্পপতি বাবুলের উদ্যোগে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফুল ও ফলজ বৃক্ষ রোপন
  • পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আ’লীগ নেতা আবু খায়ের গ্রেপ্তার