সিনেমাটির ভরাডুবি আমাকে খুব কষ্ট দিয়েছে: অনুপমা
Published: 28th, October 2025 GMT
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। তার অভিনীত ৬টি সিনেমা চলতি বছরে মুক্তি পেয়েছে। কিন্তু তার সব কটি সিনেমা প্রত্যাশিত সাফল্য পায়নি। বিশেষ করে নারীকেন্দ্রিক ‘পরাধা’ সিনেমা বক্স অফিসে ভরাডুবি হয়। এরপর বিষয়টি কথা বলতে দেখা যায়নি অনুপমাকে।
কয়েক দিন আগে এ বিষয়ে অনুপমা বলেন, “পরাধা’ সিনেমার প্রতিক্রিয়া আমাকে সত্যিই হতাশ করেছে; এটা আমাকে খুব কষ্ট দিয়েছে। এটাই বাস্তবতা, আমি সেটি মেনে নিচ্ছি।”
আরো পড়ুন:
আপত্তিকর ভিডিও নিয়ে চিরঞ্জীবীর মামলা
১১০০ কোটি টাকা বাজেট: আইটেম কন্যা পূজার পারিশ্রমিক কত?
অভিনেত্রী হিসেবে নিজের লক্ষ্য ব্যাখ্যা করে অনুপমা বলেন, “আমরা চাই, প্রত্যেকটি সিনেমা দর্শকদের মনে দাগ কাটুক। বক্স অফিসে সাফল্য না পেলেও সমস্যা নেই। আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে। আমার ‘কিষ্কিন্ধাপুরি’ চরিত্র সম্পূর্ণ আলাদা ‘বাইসন’ এর চরিত্রের চেয়ে। যখন কোনো সিনেমা সফল হয়, সেটা আমাকে আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করে এবং চিত্রনাট্য বেছে নিতে আমাকে আরো বেশি চিন্তাশীল করে তোলে।”
এক বছর আগে সিনেমার কাজ সম্পূর্ণ হলেও নানা জটিলতায় আটকে যায় ‘পরাধা’ সিনেমার মুক্তি। এ তথ্য উল্লেখ করে অনুপমা বলেন, “আমাদের সিনেমা প্রায় এক বছর আগেই প্রস্তুত ছিল। আমি প্রচারের জন্য তৈরি ছিলাম। কিন্তু মুক্তির তারিখ বারবার পিছিয়ে যাচ্ছিল। সত্যি বলতে, এটা নারীকেন্দ্রিক সিনেমা। আর এ ধরনের সিনেমা সাধারণত দর্শকের কাছে পৌঁছাতে সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু থিয়েটার বা পরিবেশক নয়, ওটিটি প্ল্যাটফর্ম এবং দর্শকদের মধ্যেও এমন ধারণা রয়েছে। অনেকে এটিকে ‘ছোট সিনেমা’ মনে করেন। বাজেটের দিক থেকেও হয়তো তাই। কিন্তু সিনেমার বার্তা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী।”
প্রবীণ নির্মিত ‘পরাধা’ সিনেমা নির্মাণে ব্যয় হয় ১৫ কোটি রুপি। তেলেগু-মালায়ালাম ভাষার এ সিনেমা বক্স অফিসে আয় করে মাত্র ১.
২০১৫ সালে ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন অনুপমা। অভিষেক চলচ্চিত্রেই সবার নজর কাড়েন এই অভিনেত্রী। তার অভিনীত ৩১টি সিনেমা মুক্তি পেয়েছে, যার অধিকাংশ সিনেমা বক্স অফিসে সফলতা লাভ করেছে।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায় ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকদের মধ্যে ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।
সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য অন্য কোনো প্রার্থী না থাকায় সিএসইর নির্বাচন কমিটি গত ২৭ নভেম্বর লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে ঘোষণা করেন।
ঢাকা/এনটি/রাসেল