চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকায় ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে গেছে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

রেলওয়ে সূত্র জানায়, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে মালবাহী ট্রেনটি যাত্রা করে। সাগরিকা রেলগেট এলাকায় সিগন্যাল অমান্য করে ট্রাক রেললাইনে উঠে পরে। এসময় ট্রেনের ইঞ্জিন ট্রাকটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়, ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে পড়ে যায়। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। 

আরো পড়ুন:

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত

জামালপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৪

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “সাগরিকা এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের কারণে মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। এই লাইন কেবল মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়, তাই যাত্রীবাহী ট্রেনের চলাচলে কোনো প্রভাব পড়েনি।”

রেলওয়ে কর্মকর্তারা জানান, উদ্ধারকাজ শেষ হলে দ্রুত লাইন সচল করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন র লওয়

এছাড়াও পড়ুন:

ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ

কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।

বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।

মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ