ভারতীয় বাংলা সিনেমার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘সাবাশ মিঠু’ দিয়ে বলিউডে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এবার হলিউড সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘চতুষ্কোণ’খ্যাত এই পরিচালক। ইংরেজি ভাষার এই সিনেমার নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’।
শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডায়াল সৃজিতের গল্পের মুখ্যচরিত্রে। সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে শাহনা আলমের ইনভিজিবল থ্রেড। সোমবার (২৭ অক্টোবর) লন্ডন সিটির দ্য গিল্ড হলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
আরো পড়ুন:
শতবর্ষে নিভে গেল অভিনেত্রীর জীবনপ্রদীপ
নীল সমুদ্রে চুম্বনে মগ্ন কেটি পেরি-জাস্টিন ট্রুডো
লন্ডনের গিল্ড হল থেকে ভারতীয় গণমাধ্যমে সৃজিত মুখার্জি জানান, শার্লক হোমসের কাছে তাকে পৌঁছে দিয়েছেন যে সাহিত্যিক, তাকে নিয়ে গল্প বলার তাগিদ অনুভব করছেন। সিনেমাটিতে কোনান ডয়েল নিজের সৃষ্টি করা রহস্য দুনিয়ার পর্দা ওঠাবেন নিজেই। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্টের হত্যা দিয়ে। খুনের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হবেন অস্কার স্লেটার।
সিনেমাটির আরেক প্রযোজক শাহনাব আলম বলেন, “আর্থার কোনান ডয়েল একজন কিংবদন্তি লেখক। সৃজিত যখন সিনেমাটির চিত্রনাট্য শুনিয়েছিলেন, তখনই ঠিক করে নিয়েছিলাম সিনেমাটি করব। ডয়েলকে একেবারে নতুন করে আবিষ্কার করা হবে এই সিনেমায়। তাছাড়া এই সিনেমা দুই দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে কাছাকাছি আনবে। ঠিক এ কারণেই ইন্দো-ব্রিটিশ সহ-প্রযোজনার কথা ভাবা হয়েছে।”
সিনেমাটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা হলেও, ঠিক কবে থেকে শুটিং শুরু হবে তা জানানো হয়নি। কারা অভিনয় করবেন, সেসবও আড়ালে রেখেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
খুলনায় কুয়েট কর্মচারীর বাড়িতে গুলিবর্ষণ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকার ওই বাড়িতে গুলিবর্ষণ হয়। তবে, কেউ আহত হননি।
দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন:
কুড়িগ্রামে হামলায় ৪ বিজিবি সদস্য আহত
নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৭
বাড়ির সিসি টিভি ফুটেজে দেখা গেছে, হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি চারটি মোটরসাইকেলে এসে বাড়ির প্রধান ফটকের একটু সামনে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে তারা প্রধান ফটক দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, গুলিতে মহসিনের রুমের জানালাই থাই ক্লাস ভেঙ্গে গেছে। ঘটনার সময় বাড়ির মালিক মহসিন ফজরের নামাজ পড়তে মসজিদে অবস্থান করছিলেন। তার রুমের পাশের রুমে ২ সন্তান ও স্ত্রী কামরুন নাহার ঘুমিয়ে ছিলেন।
ঘটনার পর মহসিনকে বাড়িতে পাওয়া যায়নি। এমন কি তার মোবাইল নম্বরে একাধিকবার কলা করা হলেও সাড়া মেলেনি।
দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক ইসলাম বলেন, “কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থান থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”
কারা এবং কী কারণে এই ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে কিছুই বলতে পারেননি ওসি। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ