Risingbd:
2025-12-13@08:15:34 GMT

হলিউডে সৃজিতের নয়া মিশন

Published: 28th, October 2025 GMT

হলিউডে সৃজিতের নয়া মিশন

ভারতীয় বাংলা সিনেমার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘সাবাশ মিঠু’ দিয়ে বলিউডে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এবার হলিউড সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘চতুষ্কোণ’খ্যাত এই পরিচালক। ইংরেজি ভাষার এই সিনেমার নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। 

শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডায়াল সৃজিতের গল্পের মুখ্যচরিত্রে। সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে শাহনা আলমের ইনভিজিবল থ্রেড। সোমবার (২৭ অক্টোবর) লন্ডন সিটির দ্য গিল্ড হলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। 

আরো পড়ুন:

শতবর্ষে নিভে গেল অভিনেত্রীর জীবনপ্রদীপ

নীল সমুদ্রে চুম্বনে মগ্ন কেটি পেরি-জাস্টিন ট্রুডো

লন্ডনের গিল্ড হল থেকে ভারতীয় গণমাধ্যমে সৃজিত মুখার্জি জানান, শার্লক হোমসের কাছে তাকে পৌঁছে দিয়েছেন যে সাহিত্যিক, তাকে নিয়ে গল্প বলার তাগিদ অনুভব করছেন। সিনেমাটিতে কোনান ডয়েল নিজের সৃষ্টি করা রহস্য দুনিয়ার পর্দা ওঠাবেন নিজেই। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্টের হত্যা দিয়ে। খুনের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হবেন অস্কার স্লেটার।  

সিনেমাটির আরেক প্রযোজক শাহনাব আলম বলেন, “আর্থার কোনান ডয়েল একজন কিংবদন্তি লেখক। সৃজিত যখন সিনেমাটির চিত্রনাট্য শুনিয়েছিলেন, তখনই ঠিক করে নিয়েছিলাম সিনেমাটি করব। ডয়েলকে একেবারে নতুন করে আবিষ্কার করা হবে এই সিনেমায়। তাছাড়া এই সিনেমা দুই দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে কাছাকাছি আনবে। ঠিক এ কারণেই ইন্দো-ব্রিটিশ সহ-প্রযোজনার কথা ভাবা হয়েছে।”  

সিনেমাটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা হলেও, ঠিক কবে থেকে শুটিং শুরু হবে তা জানানো হয়নি। কারা অভিনয় করবেন, সেসবও আড়ালে রেখেছেন নির্মাতারা। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ

কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।

বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।

মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ