ব্যানার নিয়ে চট্টগ্রামে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী নিহত
Published: 28th, October 2025 GMT
চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় ব্যানার টাঙানো ও সরানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাতে ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটি সংঘাত, ক্ষতিপূরণ পাবে সিটি
২০-২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে, সমাধান না হলে আইনের আশ্রয় নেব
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের ছবি সংবলিত একটি ব্যানার টাঙানো ও সরানোকে ঘিরে সোমবার রাতে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এ সময় সাজ্জাদ গুলিবিদ্ধ হন। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, নিহত যুবকের বুকে গুলির আঘাত ছিল। এ ঘটনায় আহত আটজন চিকিৎসাধীন।
চমেক হাসপাতালে অবস্থানরত ছাত্রদল কর্মী জিএম সালাউদ্দিন আসাদ অভিযোগ করে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কিছু সন্ত্রাসী যুবদলের নাম ব্যবহার করে ব্যানার ঝুলিয়েছিল। মেয়রের পক্ষ থেকে ব্যানার খুলতে বলা হলে আমাদের ছেলেরা গেলে তাদের ওপর হামলা করা হয়। পরে উদ্ধার করতে গেলে একটি ভবনের ছাদ থেকে গুলি চালানো হয়।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.
অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মেয়র বলেন, “যদি আমার দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।”
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ব এনপ ন হত আহত সন ত র স
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে