যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন, তাঁর সাবেক প্রেমিকা গিসলেইন ম্যাক্সওয়েল এবং আরেক যৌন নিপীড়ক হার্ভি ওয়াইনস্টিনকে নিজ বাড়িতে অভ্যর্থনা জানিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু। রয়েল লজ নামের বাড়িটি যুক্তরাজ্য সরকারের মালিকানাধীন। প্রিন্স অ্যান্ড্রু সেখানে অনেকটা বিনা ভাড়ায় থাকার সুবিধা পান।

অ্যান্ড্রুর মেয়ে বিট্রিসের ১৮তম জন্মদিন উদ্‌যাপনের জন্য এপস্টেইন, ম্যাক্সওয়েল ও হলিউডের সাবেক প্রযোজক ওয়াইনস্টিন ২০০৬ সালে উইন্ডসর ক্যাসেলে যান। অথচ এর দুই মাস আগে এক মেয়েশিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগে এপস্টেইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

এর আগে শুধু এতটুকুই জানা গিয়েছিল, ২০০৬ সালে ওই তিনজন উইন্ডসর ক্যাসেলের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কিন্তু এখন জানা যাচ্ছে, প্রিন্স অ্যান্ড্রু তাঁদের তিনজনকে নিজ বাসভবনেও অভ্যর্থনা জানিয়েছিলেন।

এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে সম্প্রতি যুক্তরাজ্যে অ্যান্ড্রুর বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। এপস্টেইনকে নিজ বাড়িতে অভ্যর্থনা জানানোর বিষয়ে অ্যান্ড্রুর মন্তব্য জানার চেষ্টা করেছিল বিবিসি। তবে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।

ধারণা করা হচ্ছে, এপস্টেইন, ম্যাক্সওয়েল ও ওয়াইনস্টিন মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই রয়েল লজে গিয়েছিলেন। মূল অনুষ্ঠানটি উইন্ডসর ক্যাসেলের রাজকীয় কক্ষে আয়োজন করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রে এপস্টেইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দুই মাস পরও মেয়ের জন্মদিনে কেন অ্যান্ড্রু তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সে সম্পর্কে ২০১৯ সালে বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়। তখন অ্যান্ড্রু বলেছিলেন, যুক্তরাষ্ট্রে কী হচ্ছে, তা তিনি জানতেন না। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরই তিনি তা জানতে পারেন।

এর আগে প্রকাশিত এপস্টেইন, ম্যাক্সওয়েল ও ওয়ানস্টাইনের ছবির সঙ্গে রয়েল লজের ছবি মিলিয়ে দেখেছে বিবিসি। সেখানে কিছু মিল পাওয়া গেছে।

অ্যান্ড্রুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার আট দিন পর এপস্টেইনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশ গ্রেপ্তার করে।

আরও পড়ুন১৪০ কোটি টাকায় যৌন হয়রানির মামলা নিষ্পত্তি প্রিন্স অ্যান্ড্রুর১৬ ফেব্রুয়ারি ২০২২

এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে সমালোচনার মুখে চলতি মাসের শুরুতে অ্যান্ড্রু ‘ডিউক অব ইয়র্ক’সহ রাজকীয় নানা পদবি ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন। বিশেষ করে এপস্টেইনের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী নারী ভার্জিনিয়া জিউফ্রের একটি আত্মজীবনী প্রকাশের পর তাঁর বিরুদ্ধে সমালোচনা আরও বেড়ে যায়। জিউফ্রের মৃত্যুর পর আত্মজীবনীটি প্রকাশ পেয়েছে।

এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে সমালোচনার মুখে চলতি মাসের শুরুতে অ্যান্ড্রু ডিউক অব ইয়র্কসহ রাজকীয় নানা পদবি ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন। বিশেষ করে এপস্টেইনের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী নারী ভার্জিনিয়া জিউফ্রের একটি আত্মজীবনী প্রকাশের পর তাঁর বিরুদ্ধে সমালোচনা আরও বেড়ে যায়। জিউফ্রের মৃত্যুর পর আত্মজীবনীটি প্রকাশ পেয়েছে।

আত্মজীবনীতে জিউফ্রে বলেছেন, প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তাঁর তিনবার যৌন সম্পর্ক হয়েছে।

অ্যান্ড্রু ২০২২ সালে জিউফ্রের সঙ্গে অর্থ লেনদেনের মাধ্যমে মামলাটি মীমাংসা করেছেন। তিনি বারবারই অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০১৯ সালে অ্যান্ড্রু বিবিসির ‘নিউজনাইট’কে বলেছিলেন, তিনি জিউফ্রের সঙ্গে দেখা করার কোনো স্মৃতি ‘একেবারেই’ মনে করতে পারেন না এবং তাঁরা কোনো ধরনের যৌন সম্পর্কে জড়াননি।

আরও পড়ুনযুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তিনবার শারীরিক সম্পর্ক হয়েছিল জিউফ্রের: নতুন বইয়ে তথ্য২০ অক্টোবর ২০২৫

এপস্টেইনকে ২০০৮ সালে ফ্লোরিডায় ১৮ বছরের কম বয়সী একজনের সঙ্গে যৌন সম্পর্ক করার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যৌনপণ্য পাচারের মামলায় বিচারাধীন থাকাকালে তিনি ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন।

এপস্টেইনের সাবেক প্রেমিকা ম্যাক্সওয়েল বর্তমানে যুক্তরাষ্ট্রে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। অভিযোগ, তিনি চার কিশোরীকে যৌনকাজে নিয়োগ ও পাচারের উদ্দেশে এপস্টেইনের হাতে তুলে দিয়েছিলেন।

আর যৌন নিপীড়নের অভিযোগে ওয়াইনস্টিনকে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের আদালতগুলো দোষী সাব্যস্ত করেছেন। তবে তিনি কিছু রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানানোর কারণে নতুন করে বিচারকাজ চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর জ য ম য ক সওয অন ষ ঠ ন ইনস ট ন প রক শ

এছাড়াও পড়ুন:

রাকেফেত কারাগার–ইয়েলো লাইন–ফেলানী অ্যাভিনিউ কী

১. বাংলাদেশে প্রাণিকল্যাণ আইন প্রণয়ন করা হয় কত সালে?

ক. ২০১২ সালে

খ. ২০০৩ সালে

গ. ২০০৮ সালে

ঘ. ২০১৯ সালে

উত্তর: ঘ. ২০১৯ সালে

২. ২০২৫ সালে মোট কতজন নারীকে ‘রোকেয়া পদক’ প্রদান করা হয়?

ক. ৩ জন

খ. ৪ জন

গ. ৫ জন

ঘ. ২ জন

উত্তর: খ. ৪ জন [নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা]

৩. ‘ফেলানী অ্যাভিনিউ’ কোথায় অবস্থিত?

ক. গুলশান

খ. আগারগাঁও

গ. মতিঝিল

ঘ. মিরপুর

উত্তর: ক. গুলশান

আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা৪ ঘণ্টা আগে

৪. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ঘোষিত নতুন নাম—

ক. নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

খ. নারী ও শিশু মন্ত্রণালয়

গ. মহিলা ও শিশু মন্ত্রণালয়

ঘ. নারীবিষয়ক মন্ত্রণালয়

উত্তর: খ. নারী ও শিশু মন্ত্রণালয়

৫. সম্প্রতি ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে—

ক. পুথিচিত্র

খ. মৈমনসিংহ গীতিকা

গ. রাজশাহী সিল্ক বয়নশিল্প

ঘ. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প

উত্তর: ঘ. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প

৬. বর্তমানে বাংলাদেশে কতটি ইউনেসকো ঘোষিত অধরা/বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি

ঘ. ৭টি

উত্তর: গ. ৬টি (বাউলসংগীত, জামদানি বয়নশিল্প, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি বয়নশিল্প, রিকশা ও রিকশা পেইন্টিং এবং টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প)

৭. সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন?

ক. ৭৫%

খ. ৮৮%

গ. ৯৬%

ঘ. ১০০%

উত্তর: গ. ৯৬%

আরও পড়ুনসরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১০৪ ডিসেম্বর ২০২৫

৮. ফিফার ইতিহাসে প্রথম শান্তি পুরস্কার (FIFA Peace Prize) পান—

ক. ডোনাল্ড ট্রাম্প

খ. নেলসন ম্যান্ডেলা

গ. বান কি মুন

ঘ. পোপ ফ্রান্সিস

উত্তর: ক. ডোনাল্ড ট্রাম্প

৯. গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?

ক. Read Line

খ. Line Zero

গ. Yellow Zone

ঘ. Yellow Line

উত্তর: ঘ. Yellow Line

১০. সম্প্রতি অন্তর্বর্তী সরকার কোন দুটি দেশে বাংলাদেশের নতুন দুটি দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করেছে?

ক. আয়ারল্যান্ড, আর্জেন্টিনা

খ. অস্ট্রিয়া, সার্বিয়া

গ. হংকং, আর্মেনিয়া

ঘ. মাল্টা, সাইপ্রাস

উত্তর: ক. আয়ারল্যান্ড, আর্জেন্টিনা

১১. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন—

ক. ফারিয়া ইয়াসমিন

খ. সোমা এস সাঈদ

গ. কামাল সিদ্দিকি

ঘ. আবুল হাসান শাহরিয়ার

উত্তর: খ. সোমা এস সাঈদ

১২. বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে?

ক. কাজী হাবিবুল আউয়াল

খ. সোহরাব হোসাইন

গ. এ এম এম নাসির উদ্দীন

ঘ. আব্দুর রহমানেল মাছউদ

উত্তর: গ. এ এম এম নাসির উদ্দীন

আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি২১ ঘণ্টা আগে

১৩. ‘রাকেফেত’ কারাগার কোন দেশে অবস্থিত?

ক. সিরিয়া

খ. ইসরায়েল

গ. আফগানিস্তান

ঘ. মেক্সিকো

উত্তর: খ. ইসরায়েল

১৪. সম্প্রতি অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ ক্রয়ে বাংলাদেশ কোন দেশের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে?

ক. ফ্রান্স

খ. জার্মানি

গ. ইতালি

ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: গ. ইতালি

১৫. যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ‘শাটডাউন’ কত দিন স্থায়ী ছিল?

ক. ৩৩ দিন

খ. ৪৩ দিন

গ. ৪০ দিন

ঘ. ৩৮ দিন

উত্তর: ৪৩ দিন

আরও পড়ুনবায়রাকতার কিজিলেলমা–ডিটওয়া–বুটানটান-ডিভি কী০৪ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • রাকেফেত কারাগার–ইয়েলো লাইন–ফেলানী অ্যাভিনিউ কী