‘ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব’
Published: 28th, October 2025 GMT
নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের সিনেমা দিয়ে যেন নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছেন দর্শকেরা। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান দিয়ে তাঁর জনপ্রিয়তা আরও এক ধাপ বেড়েছে। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী অভিনেত্রী কথা বলেছেন অভিনয় ক্যারিয়ারসহ নানা বিষয়ে।
বলিউডে এখন আর ৩০-এর ঘরে পা দেওয়া অভিনেত্রীদের পাশে ‘সাইড চরিত্র’ ট্যাগটা লাগিয়ে দেওয়া হয় না। বরং তাঁদের জন্যই লেখা হচ্ছে জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র। আর এ পরিবর্তনকে স্বাগত জানালেন দক্ষিণ ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি বললেন, অভিনয়জীবনের শুরুতে তাঁর ছিল ১০ বছরের পরিকল্পনা।
তামান্না ভাটিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
করোলা ক্রস গাড়ির প্রতি এত আগ্রহ কেন
দেশের রাস্তায় যেসব গাড়ি চলে তার অধিকাংশ গাড়ি ‘টয়োটা’ ব্র্যান্ডের। জাপানি এই গাড়ি নির্মাতা ব্র্যান্ডের গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ কম। তাই চাহিদা বেশি। তবে রাস্তায় টয়োটার এসইউভি ধরনের গাড়ি ‘করোলা ক্রস’ মডেলের দেখা মিলছে। হাইব্রিড ইঞ্জিন হওয়ায় এই গাড়ির জ্বালানি খরচ কম। তাই বিক্রি ভালো এই মডেলের গাড়ির। গাড়ি ব্যবসায়ীরা বলছেন, দেশে টয়োটা ব্র্যান্ডের ‘এলিয়ন’ ও ‘প্রিমিও’ মডেলের সেডান গাড়ির প্রতি সবার বেশ ঝোঁক।