রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান-ফাইন্যান্স অ্যালুমনি রিইউনিয়নের রেজিস্ট্রেশন শুরু
Published: 28th, October 2025 GMT
রাজশাহী কলেজের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স অ্যালুমনি রিইউনিয়ন-২০২৫’। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর রাজশাহী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব।
এই আয়োজনে অংশ নিতে গত রবিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অংশগ্রহণে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীরা ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
আরো পড়ুন:
হিজাব নিয়ে মন্তব্য: রাবি অধ্যাপকের শাস্তির দাবিতে স্মারকলিপি
সুইমিংপুলে মৃত্যু: কুষ্টিয়ায় রাবি শিক্ষার্থী সায়মার অশ্রুসিক্ত বিদায়
জানা গেছে, সম্প্রতি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স বিভাগ যৌথভাবে গঠন করেছে ‘রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স অ্যালুমনি অ্যাসোসিয়েশন (আরসিএএফএএ)’। সংগঠনের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘বন্ধনে প্রথম, স্মৃতিতে অনন্ত’। অ্যাসোসিয়েশন গঠনের পরই প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে এই বৃহৎ অ্যালুমনি রিইউনিয়ন আয়োজনের সিদ্ধান্ত।
রিইউনিয়নের প্রথম দিন রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স বিভাগের সব বর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠিত হবে ব্যাচভিত্তিক প্রোগ্রাম, যেখানে বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে স্মৃতি ভাগ করে নেবেন ও পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করবেন।
দ্বিতীয় দিন দুইটি বিভাগের সব বর্ষের প্রাক্তন শিক্ষার্থী, তাদের পরিবার এবং বিশেষ অতিথিবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। দিনব্যাপী থাকবে আলোচনা সভা, স্মৃতিচারণ, পরিচয় পর্ব ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো.
তিনি আরো বলেন, “আসুন, বন্ধনের এই মহোৎসবে একত্রিত হই, স্মৃতিতে ফিরি, এবং ভবিষ্যতের পথচলায় একসঙ্গে নতুন অনুপ্রেরণা তৈরি করি।”
বিস্তারিত তথ্য, কার্যক্রম ও অন্যান্য খবর জানতে সংগঠনের অফিসিয়াল অনলাইন প্লাটফর্মগুলোতে (ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ও ওয়েবসাইটে) যুক্ত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঢাকা/এনটি/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে নৌপথ অবরোধ
কিশোরগঞ্জের ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধের পর আজ মঙ্গলবার আন্দোলনকারীরা নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। তবে তাঁরা বন্দর এলাকায় বেশি সময় অবস্থান করেননি। ক্ষয়ক্ষতি এড়াতে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে সতর্ক অবস্থানে ছিল।
সকাল সাড়ে ১০টার দিকে জড়ো হয়ে বেলা ১১টার দিকে ঘাট ছেড়ে যান আন্দোলনকারীরা। ২০ মিনিটের মতো নৌযান চলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীরা আগামীকাল বৃহস্পতিবার একযোগে নৌ, রেল ও সড়কপথ অবরোধের ঘোষণা দিয়ে বন্দর এলাকা ছেড়ে চলে যান।
এদিকে গতকাল রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সময় ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি হামলার শিকার হয়। লোকোমাস্টার ঘন ঘন হর্ন বাজানোয় আন্দোলনকারীদের একাংশ ক্ষুব্ধ হয়ে ইঞ্জিন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ ঘটনায় আজ ভৈরব রেলওয়ে থানায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন ভৈরব স্টেশনমাস্টার মো. ইউসুফ। পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে।
আন্দোলনে নেতৃত্ব দেন ভৈরব পৌর এলাকার বাসিন্দা সাইফুর রহমান। তিনি বলেন, ‘আমাদের প্রতিটি কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। দিন দিন আন্দোলন জোরালো হচ্ছে। মানুষের অংশগ্রহণ বাড়ছে।’ ট্রেনে হামলার বিষয়ে তিনি বলেন, ‘ভৈরবে জেলা আন্দোলন বিষয়ে একটি পক্ষ আমাদের বিরোধিতা করছে। পক্ষটি কৌশলে আন্দোলনে যুক্ত হয়ে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমাদের প্রশ্নবিদ্ধ করেছে।’ আগামীকাল বৃহস্পতিবার একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ বলেন, আটক তিনজনের বয়স ১৮ বছরের নিচে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।