১৯নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও ৩১দফার লিফলেট বিতরণ
Published: 28th, October 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ১৯নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মদনগঞ্জ বটতলা মাঠে এই কর্মীসভার আয়োজন করা হয়।
পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড.
মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য রাশিদা জামাল, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উল্লাহ।
আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র মাসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন পলু, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব এনপ র স
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি যৌক্তিক : রেলওয়ে সচিব
নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা রেলওয়ের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় সচিব বলেন, “মেট্রোরেল এরকম স্যাটেলাইট শহর বা ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে বাস্তবায়নের দাবি একেবারেই যৌক্তিক। বিদেশের বহু শহরে রাজধানীর পাশে অবস্থিত শহরগুলোতেও মেট্রোরেল সংযোগ রয়েছে। কাজেই নারায়ণগঞ্জে মেট্রোরেল নিয়ে দাবি যথাযথ।”
তবে বিষয়টি সরাসরি রেলপথ মন্ত্রণালয়ের হাতে নেই জানিয়ে তিনি বলেন, “মেট্রোরেল প্রকল্প বর্তমানে সড়ক ও মহাসড়ক পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন।
আমি এসেছি আপনাদের কথা শুনতে ও দাবি সংশ্লিষ্ট ফোরামে পৌঁছে দিতে। মেট্রোরেল কর্তৃপক্ষ ও আমাদের উপদেষ্টার কাছেও আপনাদের আকুতি তুলে ধরব।”
তিনি আরও জানান, “বর্তমানে নারায়ণগঞ্জে আট জোড়া ট্রেন চলছে। অতিরিক্ত প্রকল্প বাস্তবায়নে আরও এক থেকে দুই বছর সময় লাগবে। তবে শহর ও বন্দরের যাতায়াত সুবিধা বিবেচনায় রেখে ট্রেন পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।”
সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা স্থানীয় ও অস্থায়ী দোকানপাটের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব মো. নূর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।