উপস্থাপনার পাশাপাশি লেখালেখিও করেন তানিয়া আফরিন। গণমাধ্যম ও বিনোদনে নারীদের ভূমিকা নিয়ে বিনোদন সাংবাদিক ও টিভি উপস্থাপক তানিয়া আফরিন লিখেছেন ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’ শিরোনামে একটি বই। এটি প্রকাশ করেছে দীপশিখা প্রকাশ। 

গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)  এর সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ।  

আরো পড়ুন:

রাওয়ায় বইমেলা শুরু ৩০ অক্টোবর

উপন্যাস ‘মোকাম সদরঘাট’ নিয়ে বুকটক

তাছাড়াও উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সভাপতি রোকেয়া সুলতানা চৌধুরী কেয়া, অভিনেতা শাওন আশরাফ, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) সাধারণ সম্পাদক দুলাল খান, ইতালি বারেজ শাখার বাংলাদেশ শাখার সভাপতি নূর মোহাম্মদ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার। 

সঞ্চালনায় ছিলেন টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর। বাংলাদেশের সকল শ্রমজীবী নারীদেরকে বইটি উৎসর্গ করেছেন লেখক তানিয়া আফরিন। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন রবিন রায়।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বই চলচ চ ত র আফর ন উপস থ

এছাড়াও পড়ুন:

সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায় ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকদের মধ্যে ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।

সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য অন্য কোনো প্রার্থী না থাকায় সিএসইর নির্বাচন কমিটি গত ২৭ নভেম্বর লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে ঘোষণা করেন।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত নিবন্ধ