ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে স্তন ক্যান্সার-বিষয়ক দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.

সায়মা হক বিদিশা। ‘সেভ দ্য স্মাইল’ স্লোগানকে ধারণ করে বারডেম জেনারেল হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরো পড়ুন:

ঢাবিতে সংবিধান প্রণয়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ঢাবির জহুরুল হক হলে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া, ডাকসুর জিএস এসএম ফরহাদ, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুব, বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. শর্মিষ্ঠা রায়, ডা. মাসুদা জয়া এবং ডা. হাসিনা আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া ও আফসানা আক্তারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সমাজের সর্বত্র স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, “লজ্জা, ভয় কিংবা সঙ্কোচের কারণে নারীরা অনেক সময় স্বাস্থ্যগত সমস্যা কাউকে জানাতে চান না। এতে স্বাস্থ্য সমস্যা জটিল রূপ ধারণ করে এবং নিরাময় অসম্ভব হয়ে পড়ে। খাদ্যাভাস, নিয়মতান্ত্রিক জীবনযাপন এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন হলে এ ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব।”

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এ লক্ষ্যে একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। তুরস্কের সহযোগিতায় মেডিকেল সেন্টারের অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। প্রয়োজনীয় সংস্কার শেষে বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছি।”

সেমিনারে জানানো হয়, প্রতি বছর বাংলাদেশে প্রায় ৬ হাজার ৮০০ জন নারী স্তন ক্যান্সারে মারা যান। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সেটি নিরাময় করা সম্ভব।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব রড ম

এছাড়াও পড়ুন:

ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ

কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।

বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।

মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ