ঢাবিতে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, গণতান্ত্রিক ছাত্র জোটের ৫ দাবি
Published: 28th, October 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক সময়ে বহিরাগত, হকার ও ছিন্নমূল মানুষের উচ্ছেদ অভিযানকে তীব্র নিন্দা জানিয়ে পাঁচ দফা দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্র জোট।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলন এ দাবি জানান তারা।
আরো পড়ুন:
হিজাব নিয়ে মন্তব্য: রাবি অধ্যাপকের শাস্তির দাবিতে স্মারকলিপি
জেলার দাবিতে ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা
তাদের দাবিগুলো হলো- ভাসমান দোকানদার, রিকশা চালকদের উপর হামলা ও শিক্ষার্থী আবির হাসানকে হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে, ভাঙচুরের ক্ষতিপূরণ ও বাজেয়াপ্তকৃত দোকানের মালামাল ফেরত দিতে হবে; উদ্বাস্তু, ভ্রাম্যমাণ জনগোষ্ঠী ও ভ্রাম্যমাণ দোকান সমস্যার ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের মাধ্যমে স্থায়ী সমাধান করতে হবে; মাদক সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতির তদন্ত করতে হবে; নিরাপদ ক্যাম্পাস চার্টার প্রণয়ন করতে হবে; শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে।
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা তাদের দাবিগুলোর বিস্তারিত ব্যাখ্যাও করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাবি ছাত্র ফ্রন্টের সভাপতি মোজাম্মেল হক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি নাঈম আহমেদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর ইসরাত জাহান ইমু প্রমুখ।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গণত ন ত র ক
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে